- কম্পিউটার দিয়ে যেকোনো (Audio to Text) কনভার্ট করুন ?
- মোবাইল দিয়ে যেকোনো (Audio to Text) কনভার্ট করুন ?
- কম্পিউটার দিয়ে যেকোনো (Text to Audio) কনভার্ট করুন ?
- মোবাইল দিয়ে যেকোনো (Text to Audio) কনভার্ট করুন ?
# মোবাইল দিয়ে যেকোনো “Text থেকে Audio তে কনভার্ট করার নিয়ম
?
আপনার যেকোনো স্মাট ফোন ব্যবহার করে খুব সহজেই আপনি যেকোনো টেক্সকে ভয়েস/অডিওতে রূপান্তর করা যায় । যেকোনো Word File/PDF File/Scan/ URL ইত্যাদি যেকোনো লিখাকে অডিও আঁকারে বানানো জন্য নিচের দেওয়া অ্যাপ গুলো ব্যবহার করুন ।
Text to Audio তে কনভার্ট করার সহজ অ্যাপ গুলোর মধ্যে রয়েছে যেমন : Text to Speech/Speaktor এই দুইটি অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে ফ্রিতে আপনি টেক্স থেকে অডিও আকারে কনভার্ট করে নিতে পারবেন ।
# Text to Speech App টি ব্যবহার করার নিয়ম ?
1. Text to Speech অ্যাপটি
ওপেন করুন :
- আপনার মোবাইলে ”Play
Store” গিয়ে Text to Speech লিখে সার্চ্ করুন ।
- এই অ্যাপটি ডাউনলোড করে
ইনস্টল করুন ।
নিচের দেওয়া ছবিটি ফলো
করুন ।
- Text লিখুন : আপনি আপনার
নিজের ইচ্ছে মতো যেকোনো ভাষায় টেক্স লিখুন ।
- Play : Play তে ক্লিক
করলে আপনি যে টেক্সটি লিখেছেন সেটি অডিও আকারে বলতে শুরু করবে ।
- Share : আপনি এই শেয়ার
এর মাধ্যমে আপনি যেকোনো জায়গায় সেন্ড করে শেয়ার করতে পারবেন
- কোন কোন অ্যাপে শেয়ার
করতে পারবেন যেমন : IMO,WhatsApp,Gmail,My Drive,Shareit ইত্যাদি আপনি খুব সহজেই অডিও
ভয়েস শেয়ার করতে পারবেন ।
- Save : সেভ এ ক্লিক করলে
আপনি টেক্স থেকে অডিও কনভার্ট্ করা ফাইলটি আপনার মোবাইলে সেভ হবে ।
2. Advanced ক্লিক করুন
:
Advanced এই অপশনে ক্লিক
করলে আপনি এখানে তিনটি অপশন পাবেন যেমন : (Text File/PDF File/URL)
- Text File : আপনার যদি
কোনো ওয়ার্ড্ টেক্স ফাইল থাকে তাহলে আপনি সেটি এখানে এনে আপনান টেক্স ফাইলটি অডিওতে
কনভার্ট্ করতে পারবেন ।
- PDF File : বেশি ভাগ মানুষ
এখন PDF File ব্যবহার করে । আপনি চাইলে যেকোনো PDF File এখানে শো করে অডিওতে কনভার্ট্
করতে পারবেন ।
- URL : যেকোনো URL
Link ব্যবহার করে আপনি খুব সহজেই সেখান থেকে লিখা কপি করে এখানে ভয়েস আকারে পরিবর্ত্ন
করতে পারবেন ।
- History : History তে
ক্লিক করলে আপনি সব গুলো লিখা এখানে দেখা যাবে ।
# Speaktor অ্যাপটি দিয়ে (Text to Audio) convert করার নিয়ম ?
1. Speaktor
অ্যাপটি ওপেন করুন :
- প্রথমে
Speaktor অ্যাপটি ওপেন করুন । আপনার মোবাইল দিয়ে যেকোনো ব্রাউজার অথবা Play Store গিয়ে
Speaktor লিখে সার্চ্ করুন ।
- আপনি
চাইলে নিচে একটি ছবি ও লিংঙ্ক দেওয়া আছে যেকোনো একটিতে ক্লিক করুন ।
Link : ”মোবাইল দিয়ে Text to Audio Convert করার নিয়ম”
অথবা
নিচের ছবিতে লিংক দেওয়া আছে । ছবিটি ক্লিক করুন
2. Speaktor
অ্যাকাউন্ট লগইন করুন :
- আপনার
Google Account দিয়ে Speaktor এর অ্যাকাউন্ট লগইন করুন ।
3. ভয়েস
সেট করুন :
- উপরের
ছবিটি দেখুন আপনি যে ভয়েসে শুনতে চান সেটি সিলেক্ট করুন ।
- Go
to App অথবা Continue তে ক্লিক করুন ।
4. Speaktor
পেজ ওপেন :
নিচে
ছবিটি ফলো করুন । এই রকম একটি আপনার মোবাইলে Dashboard পাবেন ।এখানে চারটি অপশন রয়েছে
সেগুলো সম্পর্কে নিচে ধারণা দেওয়া হলো ।
- Upload Document : আপনার মোবাইলে যেকোনো (Word File/PDF File) এখান থেকে আপলোড করে ভয়েসে বা অডিওতে কনভার্ট্ করতে পারবেন ।
- Write Text : এই অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি বক্স আসবে সেটিতে আপনার লিখা গুলো লিখুন ।নিচে ভয়েস এর একটি অপশন আছে আপনি কি রকম ভয়েসে শুনতে চান সেটি সিলেক্ট করুন ।
- Pasts URL : আপনি যেকোনো URL লিংক ব্যবহার করে টেক্স সংগ্রহ করে ভয়েসে রূপান্তর করতে পারবেন ।
- Scan Text : যেকোনো কাগজ বা বই থেকে Scan এর মাধ্যমে ছবি তুলে এটি আপনাকে ভয়েস আকারে তুলে ধরবে ।




0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!