- ডোমেইন(Domain) কী ? ডোমেইন কয় ধরনের হয়ে থাকে ?
- আন্তার্জাতিক ও বাংলাদেশী ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন ?
- ডোমেইন কিনার আগে কি কি জানা জরুরী ?
- বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন খুব সহজেই ?
- ডোমেইন ও হোস্টিং কি এবং কোনটির মূল্য কত ?
# ডোমেইন কিভাবে কিনবেন প্রতিটি অপশনের কাজ ?
ডোমেইন কেনা এখন খুবই সহজ । আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডোমেইন কিনতে পারেন । আপনি যদি কম টাকায় ডোমেইন কিনতে চান তাহলে ExonHost সাইট থেকে ডোমেইন কিনে নিতে পারেন । আপনি ৯৯৯৳ টাকা দিয়ে আপনি একটি নতুন ডোমেইন কিনে নিতে পারেন ।
ExonHost থেকে ডোমেইন কিভাবে কিনবেন :
1. ExonHost ওয়েবসাইট খুলুন :
- www.exonhost.com এই লিংঙ্কে ক্লিক করে ExonHost ওয়েবসাইটে প্রবেশ করুন ।
2. Domain নাম সার্চ করুন :
- এই ওয়েবসাইটে প্রবেশ করার পর হোমপেজ থেকে “ডোমেইন” অপশনে ক্লিক করুন । তারপর “Domain Registration” অপশনে ক্লিক করুন ।
- এখানে একটি সার্চ্ বার আসবে সেখানে আপনার একটি পছন্দের ডোমেইনের জন্য একটি নাম লিখুন যেমন : easycomputerbd আপনি আপনারটা লিখুন এখানে .com লিখতে হবে না এটি অটো সেট করা থাকে ।
- আপনার নামটি যদি ফ্রি থাকে তাহলে “Available” দেখাবে আর যদি ফ্রি না থাকে “Not Available” দেখাবে ।
3. ডোমেইনে কার্টে যোগ করুন :
- সার্চ্ বক্সে ডোমেইন নাম যদি Available থাকে তাহলে Add to Cart বা “Buy Now” অপশনটি সিলেক্ট করুন ।
4. হোস্টিং সিলেক্ট করুণ :
- আপনি ডোমেইন কিনার সময় তারা বলবে যে আপনি হোস্টিং ও কিনতে চান কিনা । যদি কিনতে না চান No Hosting অথবা Continue বাটনে ক্লিক করুন ।
- Nameserver হলো এমন একটি সার্ভার যেখানে আপনার ডোমেইনে কোন হোসিটং সার্ভার অ্যাড বা কানেক্টেড করা আছে কিনা ।
- Nameserver যদি আপনার কোনো হোস্টিং কিনা থাকে তাহলে সেটি এই অপশনে বসাতে পারবেন ।
- আপনার যদি কোনো হোস্টিং কিনা না থাকে তাহলে Nameserver অপশনে ডিফল্ট করে করুন । আপনি চাইলে সেটি পরে পরিবর্ত্ন করতে পারবেন ।
6. পেমেন্ট করুন :
- ExonHost থেকে ডোমেইন ও হোস্টিং পেমেন্ট সেটআপ খুব সহজেই করা যায় ।
- আপনি চাইলে বাংলাদেশের যেকোনো পেমেন্ট সাইট থেকে পেমেন্ট করতে পারবেন ।
- নগদ,বিকাশ, বকেট,ব্যাংক ট্রান্সফার এমনকি Paypal থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন ।
7. ডোমেইন অ্যাক্টিভ করুন :
- আপনার পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে আপনার ডোমেইনটি অ্যাক্টিক হয়ে যাবে ।
আপনি যেখান থেকে ডোমেইন ও হোস্টিং কিনেন না কেন আপনাকে অবশই সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে লগইন করতে হবে ।ডোমেইন কিনার আগে আপনি যদি অ্যাকাউন্ট না খুলেন তাহলে তারা আপনাকে মেসেজ দিতে পারবে না । আপনি যেই কোম্পানি বা ওয়েবসাইট থেকে ডোমেইন কিনবেন আপনাকে অবশ্যই সেই কোম্পানি বা ওয়েবসাইট এর অ্যাকাউন্ট খুলতে হবে ।
নিচে আমি ExonHost Account তৈরি করে দেখাচ্ছি । সবগুলো অ্যাকাউন্ট এর নিয়ম একই ।
1. Your Full Name :
প্রথমে আপনার পুরো নামটি দিতে হবে ।
2. E-mail Address :
আপনার একটি সচল ইমেইল ঠিকানা দিতে হবে । ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত যেকোনো নোটিশ তারা পাঠানোর জন্য একটি যোগাযোগের মাধ্যম খুজবে সেটি হলো ইমেইল ঠিকানা ।
3. Mobile Number :
যেকোনো একটি বাংলাদেশী সচল মোবাইল নাম্বার দিতে হবে । অনেক সময় OTP ভেরিফিকেশন করতে হতে পারে ।
4. Home Address :
আপনার বাসার ঠিকানাটি বসান যেমন : Country, City, Postcode .
5. Password :
ছোট বা বড় অক্ষর, সংখ্যা,স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটি শক্ত পাসওয়ার্ড্ দিতে হবে । এখন আপনি সাবমিট করে দিলে অ্যাকাউন্ট খুলে যাবে । অ্যাকাউন্ট খুলে গেলে আপনার মোবাইলে একটি SMS আসবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!