- Google Drive ব্যবহারকরার নিয়ম ?
- Google Drive স্টোরেজ বাড়ানোর উপায় ?
- Google Form তৈরি করার নিয়ম ?
- Google Form ফাইল আপলোড করার নিয়ম ?
# Google Drive -এ ফাইল/ফোল্ডার কিভাবে শেয়ার করবেন ?
Google Drive থেকে মোবাইল ও কম্পিউটার দিয়ে কিভাবে বিভিন্ন ফাইল/ফোল্ডার/অডিও/ভিডিও ইত্যাদি কিভাবে শেয়ার করবেন নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো :
# কম্পিউটার দিয়ে যেকোনো ফাইল শেয়ার করার নিয়ম ?
1. Google Drive ওপেন করুন :
- আপনার কম্পিউটার গুগল অ্যাকাউন্ট দিয়ে Google Drive লগইন করে নিন ।
2. File/Folder সিলেক্ট করুন :
- আপনি কম্পিউটার থেকে যে ফাইল বা ফোল্ডার টি কাউকে শেয়ার করতে চান সেই ফাইল/ফোল্ডার এর উপর মাউচে রাইট বাটান ক্লিক করুন ।
3. “Share” অপশনে ক্লিক :
- ”Share” নামে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করুন ।
4. E-mail ঠিকানা দিন :
- “Add people,Groups” এই বক্সে যাকে পাঠাবেন তার ইমেইল ঠিকানাটি এখানে বসান ।
5. Viewer/Commentter/Editor নির্বাচন করুন :
- Viewer : আপনি যদি Viewer সিলেক্ট করেন তাহলে আপনি যাকে পাঠানের সে শুধু দেখতে পারবে আর কিছুই করতে পারবে না ।
- Commenter : এটি সিলেক্ট করলে যার কাছে পাঠাবেন সে দেখতে পারবে এবং মন্তব্যও করতে পারবে ।
- Editor : এটি সিলেক্ট করলে ব্যবহারকারীরা চাইলে সেখানে এডিট করতে পারবে । Send বাটানে ক্লিক করুন ।
- “Copy Link : এই অপশনে ক্লিক করলে আপনার ঐ ফাইল বা ফোল্ডার এর লিংঙ্ক কপি করে শেয়ার করতে পারবেন ।
# মোবাইল/ট্যাপ দিয়ে যেকোনো ফাইল শেয়ার করার নিয়ম ?
- প্রথমে Google Drive Apps ওপেন করে নিন ।
- যে ফাইল/ফোল্ডারটি শেয়ার করবেন সেটির পাশে (...) তিন ডট এর চাপুন ।
- “Share”অপশনে ক্লিক করুন । তারপর “Manage Link” ক্লিক করুন ।
- Link Sharing on করুন “Anyone with the link” সিলেক্ট করে দিন ।
- সবকিছু ঠিক করে Copy Link –এ ক্লিক করুন ।
# Google Drive লিংক কিভাবে পাবলিক করব ?

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!