কন্টেন্ট রাইটার এর কাজ কি ?

 

কন্টেন্ট রাইটিং কি || কন্টেন্ট লিখে কিভাবে আয় করবেন || কন্টেন্ট রাইটার এর কাজ কি ||কন্টেন্ট রাইটার জ্ঞান ও দক্ষতা গুলো কি ||মোবাইল দিয়ে কন্টেন্ট লিখু

  1.  কন্টেন্ট রাইটিং কি ? কন্টেন্ট রাইটিং প্রকারভেদ গুলো কী কী ?
  2. কন্টেন্ট রাইটার হওয়া জন্য কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ? 
  3. কন্টেন্ট লিখে কিভাবে টাকা আয় করবেন ?
  4. কিভাবে কন্টেন্ট তৈরি করা শিখবেন ? কন্টেন্ট রাইটিং শিখার উপায় ?
  5. কোন সেক্টর থেকে কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায় ?
  6. মোবাইল দিয়ে লিখালেখি করে কিভাবে আয় করবেন ?

কন্টেন্ট রাইটার এর কাজ কি ?

একজন কন্টেন্ট রাইটারের মূল কাজ হলো লেখালেখি করা । আপনি চাইলে যে কোন বিষয় নিয়ে কন্টেন্ট বা লেখালেখি করতে পারেন । যে বিষয়ে আপনি কন্টেন্ট বা লেখালেখি করবেন সেই বিষয় সম্পর্কে আপনার পড়াশোনা করে নেয়া প্রয়োজন যাতে করে আপনি সেই বিষয় অনুধাবন করে কন্টেন্ট তৈরি করতে পারেন ।

 

একজন প্রোফেশনাল কন্টেন্ট রাইটার সাধারণত কোন কাজ গুলো করে থাকেন ?

 

1. বিভিন্ন ধরণের কন্টেন্ট তৈরি করা :

  • পাঠকের প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন এবংসহজ ভাষায় আকষণীয়ভাবে পড়তে সুবিধা হয় সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন ।
  • কন্টেন্ট রাইটাররা বিভিন্ন ধরণের কন্টেন্ট তৈরি করেন, যেমন - ব্লগ পোস্ট, নিবন্ধ, ওয়েবসাইট কন্টেন্ট, সামাজিক মাধ্যম কন্টেন্ট, ইমেইল ইত্যাদি।
  • পাঠকরা গুগলে সবচেয়ে বেশি কোন প্রশ্ন গুলো সার্চ্ সেই বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করা ।

2. কিওয়ার্ড  রিসার্চ্ বা গবেষণা :

  • কন্টেন্ট রাইটাররা এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এর জন্য কীওয়ার্ড গবেষণা করেন এবং সেই অনুযায়ী কন্টেন্ট লেখেন
  • পাঠকরা গুগলে কী কী সার্চ্ করছে তা কিওয়ার্ড্ রিসার্চ্ এর মাধ্যমে প্রশ্ন গুলো খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করা ।

3. বিষয়বস্তু গবেষণা করা :

  • যে বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়ে তথ্য সংগ্রহ করুন এবং সেই তথ্য গুলো গবেষণা করে সুন্দর একটি কন্টেন্ট তৈরি করুন ।

  • আপনি চাইলে বিভিন্ন বই, আর্টিকেল, ওয়েবসাইট বা ভিডিও থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন ।

4. কন্টেন্ট এডিটিং করা :

  • আপনার কন্টেন্ট লিখা শেষ হলে শুরু থেকে শেষ পযর্ন্ত সকল লিখা গুলো ঠিকভাবে চেক করুন ।

  • লেখার মধ্যে কোনো প্রকার বানান, ব্যাকরণ ও বাক্য গঠন ঠিক আছে কিনা তা যাচাই করে নিন ।

5. SEO অপ্টিমাইজেশন :

  • গুগলে সার্চ্ ইঞ্জিনে ভালো র‌্যাঙ্ক পাওয়ার জন্য আপনার আটিকেলে বিভিন্ন টাইটের, হেডিং ,সাবহেডিং, মেটা ডিসক্রিপশন  এবং লিংঙ্ক যুক্ত করুন ।  
  • এতে করে আপনার কন্টেন্ট গুলো সার্চ্ ইঞ্জিনে ভালো র‌্যাঙ্ক করবে ।

6. লিখা ফর‌ম্যাটিং করা :

  • আপনার কন্টেন্ট এর মধ্যে বিভিন্ন হেডিং ও সাবহিডিং এর মধ্যে বুলেট পয়েন্ট বা নাম্বারিং দিয়ে আপনার কন্টেন্টটি সাজান ।
  • যাতে করে পাঠকরা খুব সহজেই পড়তে পারে ।

7. কন্টেন্ট নিয়মিত আপডেট করা :

  • পুরনো কোনো কন্টেন্ট থাকলে সেখানে নতুন তথ্য যোগ করে আপডেট করা ।
  • লিংঙ্ক গুলোকে ও আপডেট করা ।

8. কন্টেন্ট প্রকাশ করা :

  • কন্টেন্ট লেখার পর কন্টেন্ট রাইটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করে থাকেন ।

9. পাঠকদের সাথে যোগাযোগ স্থাপন করা:

  • পাঠকরা আপনার কন্টেন্ট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে পারেন ।
  • পাঠকরা কোনো বিষয়ে বুঝতে না পারলে তারা আপনাকে মেসেজ করতে পারে এবং সেই মেসেজ এর উত্তর দেওয়া ।

Post a Comment

0 Comments