Google Form থেকে ফাইল আপলোড করার নিয়ম

Google Drive কি | Google Form কি | Google Form তৈরি করার নিয়ম | Google Drive ব্যবহার করার নিয়ম | স্টোরেজ বাড়ানোর উপায় | ফাইল শেয়ার করার উপায় |

  1. Google Drive ব্যবহারকরার নিয়ম ?
  2. Google Drive স্টোরেজ বাড়ানোর উপায় ?
  3. Google Drive ফাইল শেয়ার করার নিয়ম ?
  4. Google Form তৈরি করার নিয়ম ?

# Google Form  ছবি বা ভিডিও কীভাবে যুক্ত করবেন ?

  • প্রথমে আপনার Google Form টি ওপেন করে নিন । 
  • যেখানে আপনি আপনার ছবি বসাতে চান সেখানে ক্লিক করুন । 
  • Image আইকন নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন । 
  • ছবি যোগ করুন । ছবি যুক্ত করার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন : 
  • Camera : ক্যামেরার মাধ্যমে সরাসরি ছবি তুলে আপলোড দিতে পারেন । 
  • Google Drive : আপনার গুগল ড্রাইভে থাকা ছবি এখানে সেট করতে পারবেন । 
  • Upload : কম্পিউটারের যেকোনো জায়গা থেকে ছবি আপলোড করতে পারবেন । 
  • By URL : যেকোনো ব্রাউজার থেকে ছবি কপি করে এখানে যোগ করতে পারবেন । 

# Google Form –এ ভিডিও কিভাবে যুক্ত করবো ? 

  • Google Dvrive থেকে একটি নতুন ফর্ম্ তৈরি করুন অথবা আগের তৈরি করা ফর্মটি খুলুন । 
  • আপনি যেখানে ভিডিও যুক্ত করতে চান সেখানে ক্লিক করুন । 
  • “Add Video” আইকনে ক্লিক করুন । 
  • ভিডিও অ্যাড করুন । আপনি চাইলে YouTube –এ সার্চ্ করে ভিডিও আপলোড করতে পারবেন । 
  • অথবা যেকোনো ব্রাউজারে সার্চ্ করে আপনি যেকোনো ভিডিও আপলোড করতে পারবেন । 
  • আপনি চাইলে কম্পিউটার থেকে ভিডিও সিলেক্ট কররে আপলোড করতে পারবেন । 
  • ফর্ম্ ভিডিও যুক্ত হয়ে গেলে আপনি চাইলে ভিডিও নিচে টাইটেল বা ক্যাপশন লিখে দিতে পারেন । 

# Google Drive থেকে “File Upload” করার নিয়ম ? 

1. Google Form ওপেন করুন : 

  • যেকোনো ব্রাউজারে থেকে অথবা Google Drive থেকে Google Form টি ওপেন করে নিন । 
  • Google Form থেকে একটি নতুন ফর্ম্ তৈরি করুন । 

2. File Upload  সিলেক্ট করুন :

  • আপনি যেখানে ফাইল আপলোড করবেন সেখানে “Add Question” ক্লিক করুন । এখানে আপনার প্রশ্ন টাইপ করুন যেমন : ”আপনার সিভি(CV) File Upload করুন । 
  • ডান পাশে DropDown List থেকে File UPload নির্বাচন করুন । 

3. সতর্কবার্তাটি দেখে নিন :

  • উত্তরদাতাদের ড্রাইভে ফাইল আপলোড করতে দিন ফর্ম মালিকের Google ড্রাইভে ফাইল আপলোড করা হবে। 
  • যখন কোনও ফর্মে ফাইল আপলোড প্রশ্ন যোগ করা হবে তখন উত্তরদাতাদের Google এ সাইন ইন করতে হবে। 
  • নিশ্চিত করুন যে এই ফর্মটি শুধুমাত্র আপনার বিশ্বস্ত ব্যক্তিদের সাথেই শেয়ার করছেন।
  • এই রকম একটি ইংরেজিতে বার্তা আসবে সেটি পড়ে নিন তারপর Continue বাটার চাপ দিন । 

4. সেটিংস সেটআপ করুন :

Allow only specific file types :

  • এখানে একটি বাটন আছে সেটি অফ থাকলে অন করে দিন । 

5. ফাইল টাইপ নির্ধারণ করুন যেমন:

  •  (Document,Spreadsheet,PDF,Video,Presentation,Image,Audio) আপনি যেভাবে দেখতে চান সেটি সিলেক্ট করুন । 

6. Maximum number of files :

  • কত গুলো ফাইল আপলোড করা যাবে সেটি সিলেক্ট করে দিন । 

7. Maximum file size :

  • ফাইল সাইজ কত “MB” তে রাখতে চান সেটি সিলেক্ট করুন যেমন : 1MD,10MD,100MB যতটুকু প্রয়োজন সিলেক্ট করুন । 



Post a Comment

0 Comments