# Google News কি ?
Google News হলো গুগলে একটি ফ্রি প্ল্যাটফর্ম্ । Google News ব্যবহার করে আপনার ব্লগার ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট গুলো অতিরিক্ত ভিজিটর পাওয়ার জন্য Google News গুরুত্ব অপরিসীম । গুগল নিউজে আপনার ব্লগ ওয়েবসাইট অ্যাড করে আপনি গুগল নিউজ থেকে ভিজিটর আনতে পারবেন । একজন ভিজিটর যখন গুগলে সার্চ্ করে তখন নিউজে ক্লিক করলে আপনার পোস্টটি সেখানে দেখা যাবে এতে করে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে পারবেন ।
# Google News ব্যবহার করে কিভাবে আয় করবেন ?
Google News সরাসরি টাকা দেয় না । আপনার ব্লগ ওয়েবসাইট Google News –এ যুক্ত করলে এখান থেকে আপনি ট্রাফিক বা ভিজিটর আনতে পারবেন এতে করে আপনি বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন
1. ওয়েবসাইটে Google News অ্যাড করুন :
- আপনার (Blogger বা WordPress) ওয়েবসাইটে Google News Add করুন ।
- আপনার ওয়েবসাইটে বেশি বেশি নিউজভিত্তিক ব্লগ/কন্টেন্ট লিখার চেষ্টা করুন ।
- Google Publisher Center এ গিয়ে আপনার ওয়েবসাইটি সাবমিট করুন । আপনি চাইলে নিচে থাকা লিংঙ্কে ক্লিক করুন ।
- Link : “Google Publisher Center”
- আপনার ওয়েবসাইটটি কিভাবে Google News এ সাবমিট করবেন প্রতিটি সেটিংস বিস্তারিত নিচে লিংঙ্কে ক্লিক করে জেনে নিন ।
- Link : ”ব্লগার ওয়েবসাইট Google News অ্যাড করার নিয়ম”
2. Google News থেকে আয়ের মাধ্যম :
- আপনার বিভিন্ন নিউজ ব্লগ পোস্টে Google AdSense ব্যবহার করে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারবেন ।
- একজন ভিজিটর যখন Google News –এ আপনার পোস্টটি ক্লিক করবে সাথে সাথে ঐ ভিজিটরকে আপনার ব্লগার ওয়েবসাইটে নিয়ে আসবে । এতে করে আপনি অতিরিক্ত ভিজিটর বা ট্রাফিক বাড়াতে পারবেন ।
- বিভিন্ন নিউজ পোস্টে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং লিংঙ্ক ব্যবহার করে আপনার আয় বাড়াতে পারবেন ।
সংক্ষেপে বলতে গেলে , আপনার যে ব্লগ ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি যখন আপনি Google News –এ যখন অ্যাড করবেন তখন একজন ভিজিটর Google news –এ এসে আপনার পোস্টে ক্লিক করে তাহলে ঐ ভিজিটরকে সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে । এতে করে আপনার ভিজিটর যেমন বাড়বে তেমনি আপনার আয়ও বাড়বে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!