Google Form তৈরি করার নিয়ম

Google Drive কি | Google Form কি | Google Form তৈরি করার নিয়ম |Google Drive ব্যবহার করার নিয়ম | স্টোরেজ বাড়ানোর উপায় | ফাইল শেয়ার করার উপায় |

  1. Google Drive ব্যবহারকরার নিয়ম ?
  2. Google Drive স্টোরেজ বাড়ানোর উপায় ?
  3. Google Drive ফাইল শেয়ার করার নিয়ম ?
  4. Google Form ফাইল আপলোড করার নিয়ম ? 

# Google Form কি ? 

Google Form হলো গুগলে একটি ফ্রি অনলাইন টুলস । গুগল ফর্ম্ ব্যবহার করে আপনি খুব সহজেই বিভিন্ন জরিপ,কুইজ, রেজিস্ট্রেশন ফর্ম্, ইত্যাদি তৈরি করে আপনি অনলাইনে আপলোড করতে পারবেন । 

# Google Form কীভাবে তৈরি করব ? 

1. Google Drive লগইন করুন :

  • প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Google Drive ওপেন করুন । 
  • আবার আপনি চাইলে যেকোনো ব্রাউজারে গিয়ে forms.google.com লিখে সার্চ্ করুন সার্চ্ করার সাথে সাথে Google Form ওপেন হবে । 
  • অথবা নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link : Google Form ওপেন করুন

2. Form তৈরি করুন :

  •  গুগল ফর্ম্ লগইন করার পর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে । 
  • এখান থেকে “Blank Form” ক্লিক করলে আপনি নিজ থেকে ম্যানুয়ালি ভাবে ফর্ম্ তৈরি করতে পারবেন । 
  • আবার আপনি চাইলে এখানে অনেক গুলো Template তৈরি করা আছে আপনি চাইলে খুব সহজেই এই Template থেকে যেকোনো ফর্ম্ তৈরি করতে পারবেন । 

 


3. শিরোনাম ও বণনা (Title & Description) দিন : 

  • উপরে “Untitled form” এ আপনার টাইটেল বা শিরোনাম বসান । 
  • Form Description এখানে আপনি সংক্ষিপ্ত বিবরণ লিখতে পারেন । 

4. প্রশ্নের ধরন নির্বাচন করুন :

Untitled Question :

  • Untitled Question ডিফল্টভাবে একটি প্রশ্ন ফিল্ড থাকবে । 
  • এখানে আপনার প্রশ্ন গুলো লিখুন যেমন : Name, Father name,Home Address ইত্যাদি যেকোনো কিছু প্রশ্ন লিখুতে পারবেন । 

5. Dropdown মেনু ব্যবহার করুন :

  • নিচের ছবিটি খেলায় করুন এটি Google Form মেনু ডানপাশে অবস্থিত । 
  • Short Answer : ছোট উত্তর লিখার জন্য এটি ব্যবহার করুন যেমন : নাম, ঠিকানা ইত্যাদি ।  
  • Paragraph : বড় উত্তর লিখার জন্য এটি ব্যবহার করুন যেমন : মতামত, অভিজ্ঞতা এবং কয়েক লাইন বিশিষ্ট হতে পারে । 
  • Multiple Choice : এখানে একাধিক অপশন থাকবে । যেকোনো একটি উত্তর বেছে নেওয়ার জন্য ব্যবহার করা হয় । 
  • Checkbox: চেকবক্স সিলেক্ট এখানে একাধিক উত্তর বেছে নিতে পারবেন । 
  • Dropdown : ড্রপডাউন অপশন এখানে একটি তালিখা থাকবে যেকোনো একটি উত্তর বেছে নেওয়ার জন্য । 
  • File Upload : ব্যবহারকরীরা ফাইল আপলোড করতে পারে এই জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Date/Time : তারিখ এবং সময় সেট করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয় । 


6. Required On/Off করুন :

  • ফর্ম্ এর প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই বাধ্যতামূলক চাইলে Required অন করে দিন । আর যদি বাধ্যতামূলক না থাকে তাহলে অফ করে রাখুন ।

7. ফর্ম ডিজাইন করুন :

  • উপরে Customize Theme নাম একটি অপশন আছে সেটি ক্লিক করুন । 
  • এখান থেকে আপনি আপনার ফর্ম্ কে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন যেমন : Font Size,Fonts Style,Header Image,Form Color, Form Background Color ইত্যাদি খুব সহজেই ফর্ম্ কে ডিজাইন করে নিতে পারবেন । 

8. ফর্ম Preview করে দেখুন :

  • ডানপাশে উপরের মেনুতে (চোখ)Preview Icon রয়েছে সেটিতে ক্লিক করুন । 
  • আপনার ফর্ম্ টি কি রকম দেখাচ্ছে তা দেখার জন্য Preview Icon ক্লিক করুন । 

9. ফর্ম শেয়ার করার উপায় :

  • আপনি ফর্ম্ বিভিন্ন ভাবে সেন্ড বা শেয়ার করতে পারবেন এর জন্য প্রথমে Send বাটনে ক্লিক করুন । 
  • লিংঙ্ক অপশনে ক্লিক করুন সেখান থেকে একটি লিংঙ্ক পাবেন সেটি কপি করুন । কপি করার লিংঙ্কটি আপনি যেকোনো জায়গায় ইমেইল এর মাধ্যমে শেয়ার করতে পারবেন । 
  • Embed বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে কোড যোগ করতে পারবেন । 

10. উত্তর সংগ্রহ করুন : 

  • ব্যবহারকারীরা যখন উত্তর দিবে তখন উত্তর গুলো Google Sheet –এ সেভ হবে ।  




Post a Comment

0 Comments