Google AdSense পেমেন্ট সেটআপ কিভাবে করবো ?



  1. Google AdSense কি এবং Google AdSense কেন টাকা দেয় ?
  2. Google AdSense Approvel পাওয়ার সহজ উপায় ? 
  3. GoogleAdSense ব্যাংকে পেমেন্ট সেটআপ করার নিয়ম ?
  4. W-8BENForm কিভাবে পূরণ করবেন ?
  5. পোস্ট করা লিখা Google Search বারে না আসার কারণ কি ?
  6. ব্লগারে ওয়েবসাইটে Ads/বিজ্ঞাপন যুক্ত করার নিয়ম ? 

# Google AdSense পেমেন্ট সেটআপ করার নিয়ম ?

  • Google AdSense থেকে টাকা তোলার জন্য আপনাকে একটি পেমেন্ট অ্যাকাউন্ট সেটআপ করতে হবে । 
  • Google আপনাকে সরাসরি Nagad বা bKash টাকা ট্রান্সফার করে না । 
  • Google থেকে টাকা তুলতে হলে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে । 

1. W-8BEN ফরম্ পূরণ করুন :

  • Google AdSense থেকে বাংলাদেশে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য W-8BEN ফরম পূরণ করা খুবই জরুরী । 
  • Google আপনাকে টাকা দেওয়া আগে ৩০% হারে ট্যাক্স মার্কিন সরকারকে দিতে হয় । 
  • এই ফরমটি পূরণ করলে আপনি মার্কিন সরকারকে যে ট্যাক্স দিতে হয় সেটি থেকে আপনি মুক্ত হবেন । এই ফরমটি পূরণ করলে কোনো ট্যাক্স দিতে হবে না । 
  • W-8BEN ফরম্ কি । এই ফরমটি কিভাবে পূরণ করবেন বিস্তারিত জানতে নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link : “W-8BEN ফরম্ পূরণ করার নিয়ম” 

2. পিন(PIN)ভেরিফিকেশন করুন :

  • Google AdSense এ ব্যাংক পেমেন্ট মেথড যোগ করার আগে আপনার PIN Code ভেরিফাই সম্পন্ন করতে হবে ।
  • আপনার ওয়েবসাইটে যখন $10 আয় হবে, তখন Google আপনার ঠিকানা বরাবর ডাকযোগে একটি PIN Code পাঠাবে, সেটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ।  
  • ভেরিফাই সম্পন্ন হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে Payment সেটআপ করে নিন । 

3. Payment সেটআপ করুন:

  • AdSense অ্যাকাউন্ট লগইন করুন ।
  • ডানপাশ থেকে Payment অপশনে ক্লিক করুন । 
  • তারপর Add Payment method ক্লিক করুন । 

4. আপনার ব্যাংক অ্যাকাউন্ট তথ্য যোগ করুন :

  • Bank Name : আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেটি বসান । 
  • Account Holder Name : এটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে  
  • SWIFT Code : আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেখান থেকে এই কোড্ টি সংগ্রহ করুন  
  • Branch Address : আপনার ব্যাংক ঠিকানাটি বসান । 
  • Account Number : আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিন । 

5. Threshold পূরণ হলে Google পেমেন্ট পাঠায় :

  • Google AdSense পেমেন্ট Threshold Amount হলো $100 । 
  • আপনার আয় যখন $100 ডলার পূণ্য হবে Google তখন আপনার ডলারটি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে । 
  • মাসের ২১ তারিখে পর Google আপনার ব্যাংকে টাকা পাঠায় । 

6. ডলার থেকে টাকা কনভার্ট সময় :

  • Google আপনাকে ডলার হিসেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় । 
  • এখন ব্যাংক ডলারকে টাকায় রুপান্তর/কনভার্ট্ করার জন্য ২-৫ দিন সময় নেয় 
  • ব্যাংক আপনার ডলারকে টাকায় কনভার্ট্ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশী টাকায় জমা হয় । 



Post a Comment

0 Comments