ডাটা এন্ট্রি হওয়ার জন্য কি কি জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?

ডাটা কি || ডাটা এন্টি কাজ কী || মোবাইল দিয়ে কিভাবে ডাটা এন্ট্রি কাজ করবেন || ডাটা এন্ট্রি কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় |ডাটা এন্ট্রি জন্য কী শিখতে হয়


  1. ডাটা কি ? ডাটা শ্রেণীবিভাগ গুলো কী কী ?
  2. ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি শ্রেণীবিভাগ গুলো কী কী ?
  3. একজন ডাটা এন্ট্রি অপারেটর কোন কাজ গুলো করে থাকেন ?
  4. একজন সফল ডাটা এন্ট্রি হওয়ার জন্য কী কী  শিখবেন ?
  5. মোবাইল দিয়ে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করবেন ?

 

একজন সফল ডাটা এন্ট্রি হওয়ার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?ডাটা এন্ট্রির কাজ করার জন্য কী কী শিখতে হয় ?

একজন সফল ডাটা এন্ট্রি হওয়ার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা গুলো থাকতে হয়। যেমন ‍:কম্পিউটার বেসিক জ্ঞান, দ্রুত টাইপিং দক্ষতা,সমস্যা সমাধানের দক্ষতা, এছাড়াও প্রয়োজনীয় সফটওয়্যার জ্ঞান যেমন: MS word, MS Excel, Google Sheets, Google Docs and Forms,PowerPoint,Google Drive,Gmail,ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান ও দক্ষতা থাকতে হবে ।    

 

একজন ডাটা এন্ট্রি হওয়ার জন্য কী কী বিষয় প্রতি জ্ঞান ও দক্ষতা থাকতে হবে । 

কম্পিউটারের বেসিক জ্ঞান:

  1. কম্পিউটারের সাধারণ ব্যবহার,কপি- পেস্ট করা, ফাইল ব্যবস্থাপনা, ফোল্ডার তৈরি করা ইত্যাদি প্রতি জ্ঞান ও দক্ষতা থাকা । 
  2. ডাটা এন্ট্রির বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার বেসিক জ্ঞান থাকা

দ্রুত ও নির্ভুল টাইপিং দক্ষতা:

  1.  ডাটা এন্ট্রির জন্য বাংলা ইংরেজি উভয় দ্রুত এবং নির্ভুল টাইপিং করার দক্ষতা থাকা
  2. সাধারণত প্রতি মিনিটে কমপক্ষে ০-০ শব্দের বাংলা ইংরেজি টাইপিং এর গতি থাকা ।  
  3. কীবোর্ড্ না দেখে টাইপ করার অভ্যাস থাকা ।

বিভিন্ন সফটওয়্যার জ্ঞান:

  1. MS word, MS Excel, Google Sheets, Google Docs and Forms,PowerPoint,Google Drive,Gmail,ইত্যাদি  এই সফটওয়্যার গুলো সম্পর্কে ভালো জ্ঞান দক্ষতা থাকতে হবে    
  2. আবার কিছু কিছু ডেটা এন্ট্রির কাজের জন্য বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহার করা হয় । যেমন : কোনো অনলাইন শপের জন্য প্রোডাক্ট এন্ট্রি বা লিড জেনারেশনের জন্য CRM সফটওয়্যার ইত্যাদি ।

সমস্যা সমাধান করার দক্ষতা :

  1. যে কোনো ধরনের ডাটা এন্ট্রির সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে
  2. ডেটা এন্ট্রির সময় যেকোনো সমস্যা হতে পারে, যেমন ডেটা ফরম্যাট সংক্রান্ত সমস্যা, বা সফটওয়্যার সংক্রান্ত সমস্যা।
  3. সফটওয়্যার বা ফাইল সংক্রান্ত ছোটবড় যেকোনো ধরনের সমস্যা গুলো সমাধান করা ।

যোগাযোগ দক্ষতা: 

  1. ডাটা এন্ট্রি করার সময় প্রয়োজনে ক্লায়েন্ট সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন।

বেসিক ইংরেজি বোঝার ক্ষমতা :

  1. ডাটা এন্ট্রির কাজ বেশির ভাগেই ইংরেজিতে করা হয় বিধায় ইংরেজির উপর বেসিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে ।
  2. কমপক্ষে ডাটা বা তথ্য গুলো পড়ে বোঝার ও সঠিকভাবে টাইপ করার ক্ষমতা থাকতে হবে ।

 তথ্য গোপনীয়তা ও নিরাপত্তা রাখা : 

  1. বিভিন্ন তথ্য গুলো নিরাপদ ও গোপনীয় ভাবে সংরক্ষণ করে রাথা ।
  2. অনেক সময় ব্যক্তিগত বা গোপন ডেটা নিয়ে কাজ করতে হয় এসব তথ্য ফাঁস না করে গোপন রাখার নৈতিকতা থাকতে হবে

Post a Comment

0 Comments