# ব্লগার ওয়েবসাইটে Google News অ্যাড করার নিয়ম ?
1. Google Publisher Center –এ যান :
- ব্লগার ওয়েবসাইটকে Google News –এ অ্যাড করার জন্য Google Publisher Center –এ প্রবেশ করুন ।
- যেকোনো ব্রাউজারে Google Publisher Center লিখে সার্চ্ করুন অথবা নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন ।
- Link : “Google Publisher Center”
2. Google Publisher Center লগইন করুন :
- আপনার Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন ।
3. Blogger URL টি বসান :
- আপনার যদি ব্লগার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ব্লগার URL টি এখানে শো করবে । আপনার ব্লগার URL টি বসান ।
4. Add a Publication :
- এই রকম একটি ফর্ম্ আপনার সামনে ওপেন হবে । সেটি পূরণ করুন ।
- URL,আপনার ব্লগের নামটি লিখুন,ভাষা নির্বাচন করুন, আপনার ঠিকানা বসান, Content labels থেকে News নির্বাচন করুন ।
5. Content (Feed) যুক্ত করুন :
- আপনার ব্লগার ওয়েবসাইটে যে URL লিংঙ্কটি আছে সেটি কপি করুন ।
- এখন Google Publisher Center –এ গিয়ে Content ক্লিক করুন Add Feed এ অপশনে কপি করা URL লিংঙ্কটি বসান যেমন : https://yourblogname.blogspot.com/feeds/posts/default?alt=rss
6. Google News কনফিগার করুন:
- Google News tab খুলুন তারপর Sections তৈরি করুন,লোগো,ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করুন ।
7. Submit করুন :


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!