Google Adsence কি

Google AdSense থেকে আয় করার নিয়ম AdSense থেকে টাকা তোলার নিয়ম AdSense পেমেন্ট সেটআপ করুন AdSense Approvel পাওয়ার নিয়ম Bank সেটআপ করার নিয়ম ।

  1. Google AdSense Approvel পাওয়ার সহজ উপায় ? 
  2. GoogleAdSense অ্যাকাউন্ট খোলার নিয়ম ?
  3. GoogleAdSense ব্যাংকে পেমেন্ট সেটআপ করার নিয়ম ?
  4. W-8BENForm কিভাবে পূরণ করবেন ?
  5. পোস্ট করা লিখা Google Search বারে না আসার কারণ কি ?
  6. ব্লগারে ওয়েবসাইটে Ads/বিজ্ঞাপন যুক্ত করার নিয়ম ? 

# Google AdSence কি ?

Google AdSence হলো Google এর একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক্ । আপনি যেকোনো ওয়েবসাইট, Blogger,WordPress ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে আপনি খুব সহজে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন ।Google AdSence কোনো বিনিয়োগ ছাড়া আপনি খুব সহজেই আপনার সাইটে বিজ্ঞাপন দেখিয়ে প্রতি মাসে আয় করতে পারেন । 

সংক্ষেপে Google AdSence নিয়ে কিছু আলোচনা করা হলো : 

  • আপনার ব্লগার/ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে,ইউটিউব চ্যানেলে Google AdSence থেকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন । 
  • Google AdSence এখানে কোনো প্রকার বিনিয়োগ ছাড়া বা বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারবেন । 
  • নতুন নতুন কন্টেন্ট লিখার চেষ্টা করুন এবং সেখানে বিজ্ঞাপন শো করান । প্রতি ক্লিকে বা ভিউয়ের মাধ্যমে আপনার আয় বাড়বে । 
  • আপনার ব্লগ ওয়েবসাইটে এবং ইউটিউবে বিজ্ঞাপন দেখিয়ে আপনি দুই ভাবে আয় করতে পারবেন । একটি হলো কোনো ভিজিটর আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে আয় হবে । আরেকটি হলো বিজ্ঞাপন দেখলে আপনার আয় হবে ।  

# Google কেন আপনাকে টাকা দেয় ?

  • বিশ্বের বিভিন্ন কো্ম্পানি তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য বা গ্রাহকদের আকর্ষ্ণ করার জন্য তারা তাদের প্রোডাক্ট এর জন্য বিজ্ঞাপন তৈরি করে ।
  • এই বিজ্ঞাপন গুলো গুগলে প্রচার করে এতে বিজ্ঞাপন দাতারা Google কে টাকা দেয় এবং সেই থেকে কিছু টাকা আপনাদের দিয়ে থাকে । 
  • আপনি যখন আপনার ব্লগ বা ইউটিউবে বিজ্ঞাপন দেখাবেন তখন আপনার ভি্উ অনুযায়ী গুগল আপনাকে টাকা প্রদান করবে । 

  


Post a Comment

0 Comments