Google News Approval পাওয়ার উপায়

Google News কি | Google News (Ads) দিয়ে আয় করুন | Google News (Approval) পাওয়ার নিয়ম | ব্লগার ওয়েবসাইটে Google News অ্যাড করার নিয়ম |

  1. Google News কি ? Google News থেকে আয় করার উপায় ?
  2. ব্লগার ওয়েবসাইটেGoogle News অ্যাড করার নিয়ম ? 

# Google News Approval পাওয়ার উপায় গুলো কি কি ? 

আপনার (Blogger/WordPress) ওয়েবসাইটে Google News -এ অ্যাড করে কিভাবে টাকা আয় করবেন সম্পূর্ণ্য তথ্য আপনি খুব সহজেই এখান থেকে জেনে নিতে পারবেন । আপনার ব্লগার ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট গুলো Google News -এ অ্যাড করে আপনি ভিজিটর বাড়াতে পারবেন এতে করে আপনি ওয়েবসাইট থেকে আরো ভালো আয় করতে পারবেন ।

আপনার ওয়েবসাইটে Google news অ্যাড করার জন্য আপনাকে Google Publisher Center গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন সফল হলে আপনি Approval পাবেন । কিভাবে আপনার ওয়েবসাইটে Google News Approval পাবেন তা নিচে বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো :  

1. মূল্যবান ও নিজস্ব কন্টেন্ট লেখা :

  • কোনো রকম কপি পেস্ট ছাড়া নিজস্ব ও নির্ভরযোগ্য তথ্য লিখার চেষ্টা করুন । 
  • Approval না পাওয়ার পযর্ন্ত দৈনিক ২-৪ টি করে নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন । 
  • Google News –এ আবেদন করার আগে আপনার সাইটে কমপক্ষে ২০-৩০ টি মানসম্মত কন্টেন্ট রাখুন । 
  • প্রতিটি পোস্ট ৪০০-৫০০ শব্দের মধ্যে কন্টেন্ট লিখার চেষ্টা করুন । 

2. নিউজ ভিত্তিক কন্টেন্ট লিখুন :

  • Google News Approval পাওয়ার একমাত্র মাধ্যম হলো বেশি বেশি নতুন নিউজ ভিত্তিক কন্টেন্ট লিখার চেষ্টা করুন । 
  • সাম্প্রাতিক বিভিন্ন ঘটনা,দেশ বিদেশের খবর,খেলাধুলা সংবাদ,স্বাস্থ্য ,প্রযুক্তি আপডেট,শিক্ষা,বিনোদন, গেমিং,ভ্রমণ ইত্যাদি উপর কন্টেন্ট বা ব্লগ তৈরি করলে আপনি খুব সহজেই Approval পেয়ে যাবেন । 

3. Google Search Console সেটআপ করুন :

  • আপনার ব্লগার ওয়েবসাইটটি Google Search Console সেটআপ করে নিন । 
  • Sitemap তৈরি করুন যাতে করে Google খুব সহজেই আপনার কন্টেন্ট বা ব্লগ গুলো ইনডেক্স করতে পারে । 
  • Google Search Console কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটে সেটআপ করবেন জানার জন্য নিচের লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link : ”ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম

4. লেখকের তথ্য ও পেজ তৈরি করুন :

  • About Us, Contact Us,Privacy Policy, Terms & conditions এগুলোর আলাদা পেজ তৈরি করুন । এতে Approval পাওয়ার সম্ভবণা বেশি থাকে । 
  • আপনার প্রতিটি পোস্টে লেখকের নাম যোগ করুন । আপনার ওয়েবসাইটে একটি লোগো ও ফেভিকন সেট করুন ।  

5. Google Publisher Center যান :

  • Google Publisher Center গিয়ে আপনার সকল তথ্য গুলো পূরণ করে সাবমিট করুন । 
  • সঠিক ভাবে Google Publisher Center কিভাবে পূরণ করবেন জানার জন্য নিচে থাকা লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link : ”Google Publisher Center রেজিস্ট্রেশন করার নিয়ম

6. Approvel জন্য আবেদন করুন :

  • আপনার সব তথ্য গুলো সঠিকভাবে পূরণ করার পর আবেদন সম্পূর্ন্য করার জন্য “Review and Publish” অপশনে ক্লিক করুন । 
  • Google News আবেদন করার পর Approvel পাওয়ার জন্য ২-৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে ।
  • Google News –এ আবেদন করার পর গুগল আপনার আবেদনটি বিভিউ করবে এবং সবকিছু ঠিক তাকলে গুগল আপনার ইমেইলে মাধ্যমে Approvel হয়েছে কিনা জানাবেন ।  


Post a Comment

0 Comments