বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং কোনো বিনিয়োগ ছাড়া বা বিনামূল্যে খুব সহজে আপনার বিভিন্ন সাইটে বিজ্ঞাপন দেখিয়ে আপনি ভালো আয় করতে পারবেন । আপনার সাইট গুলোর মধ্যে যেমন : Blogger, WordPress, YouTube চ্যানেল এগুলোর মধ্যে আপনি বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারেন ।
# ব্লগার জন্য Google AdSense অ্যাকাউন্ট খোলার নিয়ম ?
ব্লগারের জন্য Google AdSense অ্যাকাউন্ট খোলা খুবই সহজ । আপনি খুব সহজেই ফ্রিতে ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারবেন । ব্লগারে Google AdSense কিভাবে অ্যাড করবেন তা নিচে দেওয়া হলো :
1. ব্লগারে AdSense অ্যাকাউন্ট খোলার আগে গুরুত্বপূর্ণ্য বিষয় গুলো জেনে নিন :
- একটা জিনিস মানে রাখতে হবে যে, আপনি ব্লগার অ্যাকাউন্ট খুললেন এবং সাথে সাথে আপনি Google AdSense জন্য আবেদন করবেন এতে আপনি Google AdSense Approvel পাবেন না ।
- Google AdSense অ্যাকাউন্টে Approvel পাওয়ার জন্য কি কি করতে হবে তা এই লিংঙ্কে ক্লিক করে জেনে নিন ।
- Link : ”Google AdSense Approvel পাওয়া উপায়”
2. Blogger সেটিংস করুন :
- প্রথমে আপনার ব্লগার লগইন করে নিন ।
- আপনার ব্লগ ওয়েবসাইটে একটি কাস্টম ডোমেইন যুক্ত করুন যেমন : .com/.net/.online ইত্যাদি যুক্ত করুন ।
- আপনি ব্লগ অ্যাকাউন্ট খোলার সময় একটি ফ্রি ডোমেইন পাবেন যেমন:(.blogspot.com)। আপনি এই ফ্রি ডোমেইন ও ব্যবহার করতে পারবেন কিন্তু এটি ব্যবহার করলে অনেকটাই সময় লাগে ।
- আপনার ব্লগ ওয়েবসাইটকে প্রোফেশনাল করতে চাইলে এবং দ্রুত AdSense অনুমোদন পাওয়ার জন্য আপনাকে একটি কাস্টম ডোমেইন কিনে নিতে হবে ।
3. Custom Domain কিনুন :
- কম টাকায় এবং খুব সহজেই বাংলাদেশী ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন । নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন ।
- Link : ”কম টাকায় বিকাশ ও নগদে পেমেন্টে করে ডোমেইন কিনার নিয়ম”
- ডোমেইন কিনার পর ব্লগারে কাস্টম ডোমেইনে বসান ।
4. Blogger AdSense এ যান :
- আপনি ব্লগারে গিয়ে AdSense অ্যাকাউন্ট খুলতে পারবেন ।
- AdSense যাওয়ার নিয়ম:Blogger Dashboard>Earnings>AdSense অপশনে ক্লিক করুন ।
5. AdSense জন্য আবেদন করুন :
- Earnings ক্লিক করার পর Create AdSense Aount ক্লিক করুন ।
- আপনার একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিন ।
- আপনার নাম, ঠিকানা, দেশের নাম,একটি সচল মোবাইল নাম্বার দিয়ে ফরর্ম্ টি পূরণ করুন । সাবমিট ক্লিক করুন ।
6. Google AdSense Approvel জন্য অপেক্ষা করুন :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!