# Google Search Suggestion কি ?
Google Search Suggestion হলো আপনি যখন কোনো ব্রাউজারে বা Google সার্চ্ করেন তখন সেই অনুযায়ী নিচে কিছু প্রশ্ন শো করে তাকে Google Search Suggestion বলে ।
সহজ ভাবে বলতে গেলে ধরুন Google সার্চ্ বারে গিয়ে লিখনাম “ফেসবুক কিভাবে শিখবো” এখন এটি সার্চ্ করার সাথে সাথে গুগলে একদম নিচে আপনি অনেক গুলো প্রশ্ন দেখতে পারবেন এগুলো হলো জনপ্রিয় সার্চ্ এগুলো থেকে আপনি ব্লগার লিখতে পারেন,ইউটিউবে ভিডিও বানাতে পারেন ইত্যাদি । এটি আপনার SEO হিসেবে কাজ করে ।
# Google Search Suggestion কিভাবে ব্যবহার করবো ?
1. কীওয়ার্ড রিসার্চ করুন :
যেকোনো ব্রাউজার থেকে Google সার্চ্ বারে গিয়ে লিখুন “ফেসবুক থেকে কিভাবে আয় করব” এখন আপনি একটু নিয়ে গিয়ে দেখতে পারবেন “People also ask”/”People also Search for” এই রকম দুইটি আলাদা অপশন দেখতে পারবেন
”People also ask : যারা Google সার্চ্ বারে কিবোর্ড্ এর মাধ্যমে না লিখে মাইক বা ভয়েস ব্যবহারে সার্চ্ করে তাকে বোঝায় ।
People also Search for : এটি হলো যারা কিবোর্ড্ ব্যবহার করে গুগলে সার্চ্ করে এই রকম প্রশ্ন গুলো নিচে দেওয়া থাকবে ।
![]() |
- Google Search Suggestion ব্যবহার করে আপনি খুব সহজেই ব্লগার ও ইউটিউবে ভিডিও বানাতে পারবেন ।
- গুগলে সার্চ্ করার পর নিচে যে প্রশ্ন গুলো অটোমেটিক দেয়া থাকে এগুলো দিয়ে আপনি যেকোনো ওয়েবসাইটের ব্লগ লিখে পোস্ট করলে আপনার পোস্টটি গুগল র্যাঙ্ক করবে ।
- মানুষ যে প্রশ্ন গুলো গুগলে বেশি সার্চ্ করছে সেগুলো আপনি এখানে দেখতে নিচ থেকে দেখতে পারবেন ।
- ধরুন হঠাৎ করে একটি বিষয় নিচে গুগলে বেশি সার্চ্ হচ্ছে যেমন : ”বিশ্ব কাপের খেলা” যখন হয় তখন মানুষ এটি নিয়ে বেশি সার্চ্ করে বেশি সার্চ্ হওয়াতে এটি কে Trending বলা হয় ।
# Keyword Sheeter কিভাবে ব্যবহার করবেন ?
Keyword Sheeter হলো Google Keyword Planner এর মতো একটি ফ্রি টুল ।এই টুলে কোনো একটি নাম দিয়ে সার্চ্ করলে এখানে হাজার হাজার কীওয়ার্ড্ আপনার সামনে শো করবে । Keyword Sheeter ব্যবহার করে আপনি ওয়েবসাইট ব্লগ, ইউটিউব ভিডিও ইত্যাদি পোস্ট করতে পারবেন ।
Keyword Sheeter টুল যাওয়ার জন্য ছবিতে ক্লিক করুন
1. Keyword Sheeter প্রবেশ করুন :
Keyword Sheeter হলো একটি ফ্রি টুল । আপনি কোনো অ্যাকাউন্ট ছাড়া এটি ব্যবহার করতে পারবেন । এটি SEO জন্য খুবই গুরুত্বপূর্ণ্য ।
যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ্ করুন “Keyword Sheeter” অথবা এই লিংঙ্কে ক্লিক করুন :
Link : "Keyword Sheeter"
2. সার্চ বারে কীওয়ার্ড সার্চ্ করুন :
- আপনার সামনে একটি সার্চ্ বার আসবে এখন আপনি যে কীওয়ার্ড্ দেখতে চান সেটি সার্চ্ বারে লিখুন । তারপর “Sheet Keyword” বাটনে ক্লিক করুন ।
3. কীওয়ার্ড সংগ্রহণ করুন:
- Sheet Keyword বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেক গুলো কীওয়ারর্ড্ শো করবে ।
- এখন আপনার পছন্দ অনুযায়ী শব্দ বেছে নিন ।
4. কীওয়ার্ড ডাউনলোড করুন :




0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!