SEO কিভাবে কাজ করে ?

ওয়েবসাইটে SEO সেটআপ করার নিয়ম | Google Ranking পাওয়ার উপায় | ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম | ফ্রীতে Google Keyword এর ব্যবহার নিয়ম |

  1. SEO কি ? Google Ranking কি ? 
  2. আপনার ওয়েবসাইটে SEO কিভাবে করবেন ? 
  3. Google Search Console কি এবং কেন প্রয়োজন ?
  4. Blogger ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম ? 
  5. ফ্রীতে Google Keyword Planner কিভাবে ব্যবহার করবেন ? 
  6. ফ্রীতে Google Sheeter/Google Suggestion কীওয়ার্ড্ ব্যবহারের নিয়ম ? 
  7. Google Trends কিভাবে ব্যবহার করবেন ? 

# SEO কিভাবে কাজ করে ? 

  • SEO(Eearch Engine Optimization) এটির কাজ হলো আপনার ওয়েবসাইট বা ব্লগ পোস্টকে গুগলের প্রথম পৃষ্টায় আনার জন্য SEO ব্যবহার করা হয় । 
  • Google SEO সাধারণত তিন ধরনের কাজ করে থাকে যেমন : Crawling,Indexing,Ranking ইত্যাদি । 
  • Crawling : Google আপনার ওয়েবসাইটে পোস্ট করা বিভিন্ন কন্টেন্ট,ছবি,লিঙ্ক ইত্যাদি এগুলো Follow করে নতুন ও আপডেট কন্টেন্ট তথ্য খোঁজে । 
  • Indexing: Google Crawling করে যে ডেটা গুলো সংগ্রহ করে তা গুগল ডাটাবেজে Index করে জমা রাখে । 
  • আপনার ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট পোস্ট গুলো গুগল কপি করে indexing করে তাদের ডাটাবেজে বা Storage জমা রাখে । 
  • Ranking : যখন কোনো ভিজিটর গুগলে সার্চ্ কোনো কিছু খুজতে যায় তখন গুগল তার Index থেকে সবচেয়ে ভালো এবং মানসম্মত ওয়েবসাইটগুলো বের করে Search Engine Rusults Page এ দেখায় । 

# Google কিভাবে আপনার ওয়েবসাইটটিকে Rank করবে ? 

Google Ranking হলো আপনার মতো হাজারো ওয়েবসাইট রয়েছে গুগলে । Google কাদেরকে Ranking আনে যাদের ওয়েবসাইট দ্রুত লোড হয়,মোবাইল ফ্রেন্ডলি থাকে,নতুন ও মানসম্মত কন্টেন্ট থাকে, ব্যাকলিংক থাকে এগুলো আপনার ওয়েবসাইটে থাকলে Google এটি খুব সহজেই Ranking করবে । গু্গর (২০০+) ওয়েবসাইট বা এর বেশি Ranking রাখে । 

  • সঠিক কীওয়ার্ড্ রিচার্জ্ : ভিজিটররা গুগলে কি রকম প্রশ্ন করছে সেগুলোর কীওয়ার্ড্ রিচার্জ্ করে এর উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করুন । 

  • নতুন কন্টেন্ট আপলোড : Google সব সময় নতুন কিছু দেখতে চাই । আপনার নতুন কন্টেন্ট, ছবি, লিংঙ্ক গুগল সব সময় Ranking রাখে । তাই নতুন কিছু কন্টেন্ট তৈরি করুন । 
  • ওয়েবসাইট লোডিং স্পীড : যে কেউ আপনার ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে ওপেন সেই ভাবে লোডিং স্পীড ঠিক রাখতে হবে । 
  • Mobile-Friendly : অনেক ভিজিটররা গুগলে মোবাইল থেকে বেশি সার্চ্ করে থাকে । আপনি কোনো কিছু পোস্ট করার আগে মোবাইলে কি রকম দেখাচ্ছে সেটি দেখে নিন । 
  • পোস্ট SEO করুন : আপনার পোস্ট করা টাইটেলটি অবশ্যই কীওয়ার্ড্ রিচার্জ্ করে তারপর বসাতে হবে । ১৫০ ক্যারেক্টার একটি মেটা ডিসক্রিপশন লিখুন । হেডিং যোগ করুন । আপনার ইমেইজ বা ছবি গুলো ক্লিক করে Alt ট্যাগ করে নিন । Permalink URl ছোট করুন । 



Post a Comment

0 Comments