- SEO কি ? Google Ranking কি ?
- আপনার পোস্ট Google Ranking পাওয়া উপায় কি ?
- Google Search Console কি এবং কেন প্রয়োজন ?
- Blogger ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম ?
- ফ্রীতে Google Keyword Planner কিভাবে ব্যবহার করবেন ?
- ফ্রীতে Google Sheeter/Google Suggestion কীওয়ার্ড্ ব্যবহারের নিয়ম ?
- Google Trends কিভাবে ব্যবহার করবেন ?
# ব্লগার ওয়েবসাইট এসইও (SEO) কি ?
ব্লগার ওয়েবসাইটে SEO (Eearch Engine Optimization) করা খুবই জরুরী । ব্লগার ওয়েবসাইটে পোস্ট করা আপনার সকল পোস্ট গুলো সহজে Google Ranking আসার জন্য এবং আপনার প্রতিটি পোস্ট গুগলে প্রথম পেজে আনার জন্য SEO করতে হয় । SEO না করা ছাড়া আপনার ওয়েবসাইটটি Ranking করা যাবে না ।
# কিভাবে ব্লগার ওয়েবসাইটে সঠিক ভাবে SEO করবেন ?
নিচে এই নিয়ম গুলো আপনি সঠিকভাবে পূরণ করলে আপনার পোস্ট গুলো গুগলে সবার উপরে Rank করবে ।
ব্লগার ওয়েবসাইটে Ranking পাওয়ার উপায় ব্লগার সেটিংস করুন :
1. Description :
- প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটটি ওপেন করুন ।
- SEO জন্য পাওয়ার জন্য Description অপশনে গিয়ে ৫০০ ওয়ার্ডে একটি Description লিখুন ।
- Description লেখার জন্য প্রথমে Blogger >Blogger Dashboard>Settings>Description.
2. Custom Domain :
- আপনার ওয়েবসাইটটিকে পেশাদার করার জন্য আপনাকে একটি Custom Domain কিনে নিতে হবে যেমন: .com/.net/.info ইত্যাদি ।
- Custom Domain অবশ্যই দিতে হবে আপনার ওয়েবসাইটটি Google Ranking পাওয়ার জন্য ।
- Custom Domain দেওয়ার নিয়ম । Blogger Dashboard>Blogger Setting>Custom Domain ক্লিক করে এখানে আপনার ডোমেইনটি বসাতে হবে ।
- কম টাকায় এবং খুব সহজে Custom Domain কিভাবে কিনবেন । নিচে এই লিংঙ্কে করুন :
- Link : ”বাংলাদেশী সাইট থেকে কম দামে ডোমেইন কিনার নিয়ম”
3. Privacy Settings :
- Visible to search engines এটি খুবই গুরুত্বপর্ণ্য আপনার ব্লগে সার্চ্ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
- এই অপশনটি অবশ্যই অন থাকতে হবে,দেয়ার নিয়ম : Blogger Dashboard>Settings>Privacy>Visible to Search Engines এই অপশনে আপনি অন করে দিন ।
4. HTTPS/HTTPS redirect :
- এটি কাজ হলো আপনার ব্লগকে নিরাপদ সংযোগের জন্য HTTPS এই অপশনটি অবশ্যই চালু রাখতে হবে
- এই অপশনটি অন করার নিয়ম :Blogger Dashboard>Settings>HTTPS ”ON ” করে দিন
5. Meta Description :
- Meta Description হলো একটি সংক্ষিপ্ত বিবরণ যা আপনার ওয়েবসাইট বা ব্লগ পোস্টের মূল বিষয়টি সার্চ্ ইঞ্জিন ও ভিজিটরদের বুঝিয়ে দেয় ।
- সাধারণত এটি 150-160 ক্যাটাগরি মধ্যে লিখতে হবে ।
- Meta Description দেওয়ার নিয়ম : Blogger>Settings>Meta Tag>Search Description .
- Google বা অন্য সার্চ্ ইঞ্জিনে যখন কেউ আপনার বিষয় বা কীওয়ার্ড্ সার্চ্ করে তখন আপনার পেজের নিচে এই Meta Description দেখা যায় ।
- আকষণীয় ও প্রাসঙ্গিক Meta Description হলে ব্যবহারকারীরা সহজে ক্লিক করতে উৎসাহিত হয় , ফলে আপনর সাইটে ভিজিট বেড়ে যায় ।
6. Crawlers and indexing :
- Enable custom robots. txt : এটি খুবই গুরুত্বপর্ণ্য একটি কাজ । এটি আপনার সার্চ্ ইঞ্জিন নিয়্ন্ত্রণ করে , SEO উন্নয়ন করে আপনার পোস্ট গুলোকে ভালো Ranking আনার জন্য এটি কাজ করে থাকে ।
User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: https://easycomputerbd.blogspot.com/sitemap.xml
Sitemap: https://easycomputerbd.blogspot.com/sitemap-pages.xml
- আপনি এটি কপি করে আপনার custom robots. txt বসাতে পারবেন । এখানে শুধু https:// এর পরের অংশে আপনার ওয়েবসাইট ঠিকানাটি দিন ।
- Enable custom robots header tags : এখানে আপনাকে অন করে দিতে হবে ।
7. Google Search console :- Google Search Console হলো Google-এর একটি ফ্রি টুল, যা ওয়েবসাইট মালিকদের তাদের সাইটের সার্চ পারফরম্যান্স, ইনডেক্সিং, এবং SEO উন্নত করতে সাহায্য করে ।
- Google Search Console বিস্তারিত জানতে এই লিংঙ্কে ক্লিক করুন :
- Link : Google Search Console কিভাবে সেটআপ করবেন (A to Z)
8. Google Analytics :
- এটির মাধ্যমে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে প্রতিদিন কতজন ভিজিট আসছে, কোন দেশ থেকে আসছে,কোন পেজে কত ভিজিট করছে এবং ভিজিটররা কতক্ষণ ওয়েবসাইটে থাকছে সব কিছু দেখতে পারবে ।
9. Google Trends :
- এটির মাধ্যমে আপনি জানতে পারবেন কোন বিষয়ে কোন কীওয়ার্ড্ বেশি সার্চ্ হচ্ছে এবং কোন দেশ থেকে সার্চ্ হচ্ছে ইত্যাদি চার্ট বা গ্রার্ফ এর মাধ্যমে জানতে পারবেন ।
- Link : "ফ্রীতে Google Trends কিভাবে ব্যবহার করবেন (A to Z)"
10. কীওয়ার্ড রিসার্চ (Keyword Research):
- আপনি কোন বিষয়ে ব্লগ বানাতে চান সেটি কীওয়ার্ড্ রিসার্চ্ গিয়ে খুজে দেখুন এবং সেখান থেকে Ranking or non Ranking দেখতে পারবেন । সেখান থেকে আপনার কীওয়ার্ড্ সিলেক্ট করে ব্লগ তৈরি করুন ।
- Google Keyword Planner,
- Google Keyword Planner,
- Google Trends,
- Ahrefs,
- Semrush
উপরে এই ফ্রি টুলস গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন । কিভাবে কীওয়ার্ড রিসার্চ্ করবেন বিস্তারিত জানতে নিচের এই লিংঙ্কে ক্লিক করুন ।
Link : ফ্রীতে গুগল কীওয়ার্ড কিভাবে রিসার্চ করবে (A to Z) এই লিংঙ্ক থেকে জেনে নিন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!