Adobe Photoshop File Menu Bar এর কাজ ও ব্যবহার (সম্পূর্ণ বাংলা গাইড)


Adobe Photoshop File Menu Bar যেখানে Open, Save, Export, Print সহ সকল অপশন দেখানো হয়েছে

# Adobe Photoshop File Menu সকল অপশন বিস্তারিত ব্যাখ্যাসহ সম্পূর্ণ গাইড ? 

(ক). New 

(Shortcut Key : Ctrl+N) Adobe Photoshop -এ নতুন পেজ বা নতুন ফাইল ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় । New অপশনে ক্লিক করলে নিচে এই রকম একটি পেজ ওপেন হবে বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো । 

Adobe Photoshop এর New অপশন দিয়ে নতুন ডকুমেন্ট তৈরি করার সেটিংস উইন্ডো

1. Name 

New Document -এ নাম দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Preset 

এখানে বিভিন্ন পেইজে সাইজ দেওয়া আছে U.S Paper/International Paper/Photo/Web/Mobile & Devices/Custom ইত্যাদি এখানে ক্লিক করলে নিচে Size এর ঘরে অনেক গুলো পেইজ সাইজ দেওয়া থাকে সেখান থেকে নিউ পেপার ওপেন  করতে পারবেন ।   

3. Size 

ধরুন Preset থেকে U.S Paper সিলেক্ট করলাম এখন নিচে সাইজ এর ঘরে Letter/Legal/Tabloid পেইজ সাইজ আসবে এখান থেকে পেইজ সিলেক্ট করতে পারবেন । 

4. Width/Height

Paper -এর Height & Width কত আছে সেটি এখান থেকে দেখা যায় । এখানে বিভিন্ন পেইজ সা্‌ইজ অপশন আছে যেমন : Pixels/Inches/Centimeters/Milimeter/Point ইত্যাদি সেট করতে পারবেন । 

5. Resolution/Color Mode 

আপনার ইচ্ছা মতো পেইজ Resolution & Color Mode সেট করে Image Size কামানো বাড়ানো যায় । 

6. Save Preset 

Custom এর মাধ্যমে পেইজ সাইজ তৈরি করে Save Preset -এ ক্লিক করলে এটি Preset -এ সেভ হবে । 

(খ). Open 

(Shortcut Key : Ctrl+O) আপনার কম্পিউটারে যেকোনো ছবি বা ফাইল Adobe Photoshop -এ ওপেন করার জন্য এটি ব্যবহৃত হয় । 

(গ). Browse in Bridge 

(Shortcut Key : Ctrl+Alt+O)  Adobe Bridge দিয়ে যেকোনো ফাইলকে Browse করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ঘ). Browse in Mini Bridge 

(Shortcut Key : Shift+Ctrl+O) Adobe Photoshop -এ Mini Bridge প্যানেল ওপেন করার জন্য এটি কাজ করে । 

(ঙ). Open As 

ভিন্ন ফরম্যাটে সেভ করা ফাইল ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(চ). Open as Smart Object 

এখান থেকে যেকোনো ছবি বা ফাইল ওপেন করে সেটি পিছনে ব্রেকগ্রাউন্ড থেকে ছবি যেখানে সেখানে এডিট করার বা ছোট বড় করা যায় । 

(ছ). Open Recent 

সম্প্রতি কাজ করা যেকোনো ফাইল এখানে তালিকা আকারে েদেখায় । 

(জ). Close 

(Shortcut Key: Ctrl+W) ফাইল Close বা বন্ধ করার জন্য এটি কাজ করে । 

(ঝ). Close All 

(Shortcut Key: Ctrl+Alt+W) ধরুন Adobe Photoshop -এ একাধিক ফাইল ওপেন করা আছে এখন সব গুলো ফাইল একসাথে Close বা বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ঞ). Save 

(Shortcut Key: Ctrl+S) যেকোনো ফাইল সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ট). Save As 

(Shortcut Key: Shift+Ctrl+S) সেভ করা যেকোনো ফাইল নতুন নামে বা নতুন কোনো ফরম্যাটে সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ঠ). Save for Web 

ওয়েবসাইটের জন্য ছবি সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ড). Revert 

(Shortcut Key: F12) ফরম্যাট করা যেকোনো ছবি বা ফাইল পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য েএটি ব্যবহার করা হয় । 

(ঢ). Place 

একটি ফাইল বা ছবির উপর আরেকটি আরেকটি ছবি বা ফাইল আনার জন্য এটি ব্যবহার করা হয় ।  

(ণ). Import 

স্ক্যানার বা ভিডিও ফ্রেম থেকে ফাইল বা ছবি Import করার জন্য এটি ব্যবহার করা হয় । Video Frames to Layers এটি ব্যবহার করে আপনার ভিডিও থেকে ফ্রেম আকারে ছবি Import করতে পারবেন । 

(ত). Export 

যেকোনো ফাইল, ছবি বা শেপ অন্য ফরম্যাটে বা অন্য Software -এ Export করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Paths to Illustrator এটিতে গিয়ে যেকোনো ফাইল Export করলে সেই ফাইলটি Adobe Illustrator -এ গিয়ে কাজ করা যাবে । 

(থ). Automate 

Adobe Photoshop এর Automate মেনুতে Batch, PDF Presentation, Create Droplet, Photomerge ইত্যাদি অটোমেটিক কাজের অপশন দেখানো হয়েছে


1. Batch 

এক বা একাধিক ছবিতে একসাথে Action প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. PDF Presentation 

Adobe Photoshop একাধিক ছবি থেকে PDF স্লাইডশো বা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে দেখানো হলো

একাধিক ছবি দিয়ে স্লাইড শো বা প্রেজেন্টেশন এর মতো করে তৈরি করার জন্য এই PDF Presentation টি ব্যবহার করা হয় । যেকোনো ছবি দিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন তা নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো । 

Add Open Files 

ধরুন Adobe Photoshop -এ ৫টি ছবি ওপেন করেছেন এখন এগুলো দিয়ে Presentation তৈরি করার জন্য Add Open Files -এ ক্লিক করুন । 

আবার Browse -এ গিয়ে কম্পিউটার ফাইল থেকে যেকোনো ছবি এখানে এনে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন । 

Save As 

একাধিক ছবি দিয়ে আপনি কি প্রেজেন্টেশন তৈরি করবেন নাকি Multi-Page Document তৈরি করবেন সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে । 

Background & Include 

ব্রেকগ্রাউন্ড েএর কালার কি রকম রাখতে চান সেটি সিলেক্ট করুন । 

Include থেকে Title,Description, আপনার Font Size সেট করতে পারবেন । 

Presentation Options 

Advance Every Seconds আপনি যদি ছবি দিয়ে প্রেজেন্টেশন তৈরি করেন তাহলে এখানে আকেকটি ছবি কত সেকেন্ড পর পর আসবে সেটি এখানে বসাতে হবে । 

Transition 

ছবি স্লাইডশো বা প্রেজেন্টেশন করার সময় কিভাবে শো করবে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে ।

Save 

সবকিছু সেটিংস করার পর  এটি কোথায় সেভ করবেন সেটি একটি ফাইল নাম দিয়ে সেভ করে নিন । 

3. Create Droplet 

Action ভিত্তিতে Droplet File তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয় । 

4. Crop and Straighten Photos 

একাধিক ছবিকে Auto Crop & Straighten করার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Contact Sheet II

একাধিক ছবিকে একটি পেজে Contact Sheet তৈরি করার জন্য এটি ব্যবহার হয় । 

6. Conditional Mode Change 

যেকোনো ছবি Color Mode অনুযায়ী Mode পরিবর্তন করার জন্য এটি কাজ করে । 

7. Fit Image 

যেকোনো ছবি Height ও Width Fit করে Resize করার জন্য এটি ব্যবহার করা হয় ।

8. Merge to HDR Pro 

একাধিক ছবিকে মিলিয়ে HDR ছবি তৈরি করার জন্য এটি কাজ করে । 

9. Photomerge 

একাধিক ছবিকে Merge করে জোড়া দিয়ে Panorama ছবি তৈরি করার জন্য ব্যবহৃত হয় । 

(দ). Scripts

1. Image Processor 

একসাথে একাধিক ছবিকে Resize ,Convert & Save করার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Delete All Empty Layers 

Layers ব্যবহার করে যখন কাজ করা হয় তখন দেখা যায় কিছু Layers Empty বা খালি থাকে সেগুলো ডিলিট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় । 

3. Flatten All Layer Effects 

আপনার সকল লেয়ারে কাজ করা বিভিন্ন ইফেক্ট যেমন : Glow,Shadow ইত্যাদি এগুলো Merge করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Flatten All Masks 

সকল layer Masks কে Flatten করার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Layer Comps to Files 

আপনার লেয়ারে প্রতিটি Layer  Comps কে আলাদা আলাদা ইমেইজ ফাইল হিসেবে Export করার জন্য এটি ব্যবহার করা হয় । 

6. Layer Comps to PDF 

আপনার সব লেয়ার Comps কে িএকটি পিডিএপ ফাইলে তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

7. Layer Comps to WPG

Layer Comps গুলোকে Web Photo Gallery বা WPG আকারে Export করার জন্য এটি ব্যবহৃত হয় ।  

8. Export Layers to Files

 একটি  ছবিতে অনেক গুলো লিয়ার থাকতে পারে েএখেন প্রতিটি লেয়ারকে আলাদা আলাদা Image File হিসেবে Save করার জন্য এটি ব্যবহার করা হয় । 

9. Script Events Manager 

নির্দিষ্ট কিছু ইভেন্টে যেমন Open, Save ইত্যাদি Script করে অটো রান করার জন্য এটি ব্যবহার করা হয় ।  

10. Load Files into Stack 

আপনার একাধিক ছবিকে একটি ফাইলে আলাদা ভাবে বা আলাদা লেয়ার হিসেবে Load করার জন্য এটি ব্যবহার করা হয় । 

11. Load Multiple DICOM Files 

ইমেজকে DICOM File -এ লোড করার জন্য এটি কাজ করে । 

12. Statistics 

এক বা একাধিক ছবি থেকে Mean, Median, Maximum হিসাব করার জন্য এটি ব্যবহার হয় । 

13. Browse 

Photoshop থেকে নতুন Scripts Folder ওপেন করে যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ধ). File Info 

যেকোনো ফাইলে Title, Authority, Meta Data যুক্ত করা বা দেখানোর জন্য এটি ব্যবহার হয় । 

(ন). Print 

Adobe Photoshop এর Print Setting সকল অপশন এর কাজ দেখানো হয়েছে ।

Printer Setup

1. Printer 

আপনি কোন প্রিন্টারে কাগজ প্রিন্ট করবেন সেটি এখানে সেট করে দিতে হবে যেমন : Fax,Send to Onenote ইত্যাদি । 

2. Copies 

আপনার যেকোনো ফাইল বা ছবি কত কপি করে প্রিন্ট করতে চান সেটি এখানে বসাতে হবে । 

3. Layout 

Layout এটি Oriantation এর মতো আপনার পেইজকে আড়াআড়ি বা লম্বালম্বি ভাবে রাখার জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Print Settings 

উপরে Print Settings -এ ক্লিক করলে এখানে প্রিন্ট এর অনেক গুলো সেটিংস অপশন পাবেন যেমন : Orientation/Paper Size/Copy Count/Print Quality ইত্যাদি সেট করতে পারবেন । 

5. Position and Size 

ছবি প্রিন্ট করার সময় ছবিটি Top/Left/Center সেট করার এটি ব্যবহার করা হয় । 

6. Scaled Print Size 

যেকোনো ছবি প্রিন্ট করার আগে ছবিটি Height/Width & Scale to Fit Media সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । 

7. Print 

সবকিছু ঠিক থাকলে প্রিন্ট অপশনে ক্লিক করুন । এখন General নামে একটি পেইজ ওপেন হবে । Print এর প্রতিটি অপশন নিচে বিস্তারিত দেওয়া হলো । 

Adobe Photoshop এর Print Settings অপশনে প্রিন্টার, পেজ সেটআপ ও প্রিভিউ সেটিংস দেখানো হয়েছে

Select Printer 

Save করা সকল প্রিন্ট এখানে শো করবে । এখান থেকে আপনি কোন প্রিন্টারে প্রিন্ট করবেন সেটি সিলেক্ট করতে হবে । 

Preferences 

এখান থেকে আপনি Orientation/Paper Size/Print Quality  সেটিংস করতে পারবেন । 

Find Printer 

Print করার জন্য নতুন প্রিন্টার Add করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Page Range 

All এটিতে ক্লিক করলে সবগুলো পেইজ প্রিন্ট হবে । Selection এটিতে ক্লিক করলে সিলেক্টকৃত যেকোনো পেইজ প্রিন্ট হবে । Current Page আপনার চলতি পেইজটি প্রিন্ট করার জন্য এটি কাজ করে । Pages এই অপশনে পেইজ নাম্বার বসিয়ে প্রিন্ট করতে পারবেন । 

Number of Copies 

পেইজ কত কপি করে প্রিন্ট করতে চান সেটি এখানে বসাতে হবে । 

Collate & Uncollate 

Collate এটি যদি সিলেক্ট করে তাহলে সিরিয়াল ভাবে কপি করা পেইজ গুলো প্রিন্ট হবে যেমন : 1,1/2,2/3,3 এই ভাবে প্রিন্ট হবে । 

Uncollate এটির মাধ্যমে 1,2,3/1,2,3 এই ভাবে প্রিন্ট হবে । 

(প). Print One Copy 

যেকোনো ছবি বা ফাইল এক কপি প্রিন্ট করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি এটিতে ক্লিক করলে সরাসরি এক কপি প্রিন্ট হয়ে বের হবে । 

(ফ). Exit 

(Shortcut Key: Ctrl+Q) Adobe Photoshop সম্পূর্ণভাবে Close বা বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় । 



Post a Comment

0 Comments