# Adobe Photoshop File Menu সকল অপশন বিস্তারিত ব্যাখ্যাসহ সম্পূর্ণ গাইড ?
(ক). New
(Shortcut Key : Ctrl+N) Adobe Photoshop -এ নতুন পেজ বা নতুন ফাইল ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় । New অপশনে ক্লিক করলে নিচে এই রকম একটি পেজ ওপেন হবে বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো ।
1. Name
New Document -এ নাম দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Preset
এখানে বিভিন্ন পেইজে সাইজ দেওয়া আছে U.S Paper/International Paper/Photo/Web/Mobile & Devices/Custom ইত্যাদি এখানে ক্লিক করলে নিচে Size এর ঘরে অনেক গুলো পেইজ সাইজ দেওয়া থাকে সেখান থেকে নিউ পেপার ওপেন করতে পারবেন ।
3. Size
ধরুন Preset থেকে U.S Paper সিলেক্ট করলাম এখন নিচে সাইজ এর ঘরে Letter/Legal/Tabloid পেইজ সাইজ আসবে এখান থেকে পেইজ সিলেক্ট করতে পারবেন ।
4. Width/Height
Paper -এর Height & Width কত আছে সেটি এখান থেকে দেখা যায় । এখানে বিভিন্ন পেইজ সা্ইজ অপশন আছে যেমন : Pixels/Inches/Centimeters/Milimeter/Point ইত্যাদি সেট করতে পারবেন ।
5. Resolution/Color Mode
আপনার ইচ্ছা মতো পেইজ Resolution & Color Mode সেট করে Image Size কামানো বাড়ানো যায় ।
6. Save Preset
Custom এর মাধ্যমে পেইজ সাইজ তৈরি করে Save Preset -এ ক্লিক করলে এটি Preset -এ সেভ হবে ।
(খ). Open
(Shortcut Key : Ctrl+O) আপনার কম্পিউটারে যেকোনো ছবি বা ফাইল Adobe Photoshop -এ ওপেন করার জন্য এটি ব্যবহৃত হয় ।
(গ). Browse in Bridge
(Shortcut Key : Ctrl+Alt+O) Adobe Bridge দিয়ে যেকোনো ফাইলকে Browse করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ঘ). Browse in Mini Bridge
(Shortcut Key : Shift+Ctrl+O) Adobe Photoshop -এ Mini Bridge প্যানেল ওপেন করার জন্য এটি কাজ করে ।
(ঙ). Open As
ভিন্ন ফরম্যাটে সেভ করা ফাইল ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(চ). Open as Smart Object
এখান থেকে যেকোনো ছবি বা ফাইল ওপেন করে সেটি পিছনে ব্রেকগ্রাউন্ড থেকে ছবি যেখানে সেখানে এডিট করার বা ছোট বড় করা যায় ।
(ছ). Open Recent
সম্প্রতি কাজ করা যেকোনো ফাইল এখানে তালিকা আকারে েদেখায় ।
(জ). Close
(Shortcut Key: Ctrl+W) ফাইল Close বা বন্ধ করার জন্য এটি কাজ করে ।
(ঝ). Close All
(Shortcut Key: Ctrl+Alt+W) ধরুন Adobe Photoshop -এ একাধিক ফাইল ওপেন করা আছে এখন সব গুলো ফাইল একসাথে Close বা বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ঞ). Save
(Shortcut Key: Ctrl+S) যেকোনো ফাইল সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ট). Save As
(Shortcut Key: Shift+Ctrl+S) সেভ করা যেকোনো ফাইল নতুন নামে বা নতুন কোনো ফরম্যাটে সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ঠ). Save for Web
ওয়েবসাইটের জন্য ছবি সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ড). Revert
(Shortcut Key: F12) ফরম্যাট করা যেকোনো ছবি বা ফাইল পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য েএটি ব্যবহার করা হয় ।
(ঢ). Place
একটি ফাইল বা ছবির উপর আরেকটি আরেকটি ছবি বা ফাইল আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ণ). Import
স্ক্যানার বা ভিডিও ফ্রেম থেকে ফাইল বা ছবি Import করার জন্য এটি ব্যবহার করা হয় । Video Frames to Layers এটি ব্যবহার করে আপনার ভিডিও থেকে ফ্রেম আকারে ছবি Import করতে পারবেন ।
(ত). Export
যেকোনো ফাইল, ছবি বা শেপ অন্য ফরম্যাটে বা অন্য Software -এ Export করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Paths to Illustrator এটিতে গিয়ে যেকোনো ফাইল Export করলে সেই ফাইলটি Adobe Illustrator -এ গিয়ে কাজ করা যাবে ।
(থ). Automate
1. Batch
এক বা একাধিক ছবিতে একসাথে Action প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. PDF Presentation
একাধিক ছবি দিয়ে স্লাইড শো বা প্রেজেন্টেশন এর মতো করে তৈরি করার জন্য এই PDF Presentation টি ব্যবহার করা হয় । যেকোনো ছবি দিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন তা নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো ।
Add Open Files
ধরুন Adobe Photoshop -এ ৫টি ছবি ওপেন করেছেন এখন এগুলো দিয়ে Presentation তৈরি করার জন্য Add Open Files -এ ক্লিক করুন ।
আবার Browse -এ গিয়ে কম্পিউটার ফাইল থেকে যেকোনো ছবি এখানে এনে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন ।
Save As
একাধিক ছবি দিয়ে আপনি কি প্রেজেন্টেশন তৈরি করবেন নাকি Multi-Page Document তৈরি করবেন সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে ।
Background & Include
ব্রেকগ্রাউন্ড েএর কালার কি রকম রাখতে চান সেটি সিলেক্ট করুন ।
Include থেকে Title,Description, আপনার Font Size সেট করতে পারবেন ।
Presentation Options
Advance Every Seconds আপনি যদি ছবি দিয়ে প্রেজেন্টেশন তৈরি করেন তাহলে এখানে আকেকটি ছবি কত সেকেন্ড পর পর আসবে সেটি এখানে বসাতে হবে ।
Transition
ছবি স্লাইডশো বা প্রেজেন্টেশন করার সময় কিভাবে শো করবে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে ।
Save
সবকিছু সেটিংস করার পর এটি কোথায় সেভ করবেন সেটি একটি ফাইল নাম দিয়ে সেভ করে নিন ।
3. Create Droplet
Action ভিত্তিতে Droplet File তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয় ।
4. Crop and Straighten Photos
একাধিক ছবিকে Auto Crop & Straighten করার জন্য এটি ব্যবহার করা হয় ।
5. Contact Sheet II
একাধিক ছবিকে একটি পেজে Contact Sheet তৈরি করার জন্য এটি ব্যবহার হয় ।
6. Conditional Mode Change
যেকোনো ছবি Color Mode অনুযায়ী Mode পরিবর্তন করার জন্য এটি কাজ করে ।
7. Fit Image
যেকোনো ছবি Height ও Width Fit করে Resize করার জন্য এটি ব্যবহার করা হয় ।
8. Merge to HDR Pro
একাধিক ছবিকে মিলিয়ে HDR ছবি তৈরি করার জন্য এটি কাজ করে ।
9. Photomerge
একাধিক ছবিকে Merge করে জোড়া দিয়ে Panorama ছবি তৈরি করার জন্য ব্যবহৃত হয় ।
(দ). Scripts
1. Image Processor
একসাথে একাধিক ছবিকে Resize ,Convert & Save করার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Delete All Empty Layers
Layers ব্যবহার করে যখন কাজ করা হয় তখন দেখা যায় কিছু Layers Empty বা খালি থাকে সেগুলো ডিলিট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় ।
3. Flatten All Layer Effects
আপনার সকল লেয়ারে কাজ করা বিভিন্ন ইফেক্ট যেমন : Glow,Shadow ইত্যাদি এগুলো Merge করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Flatten All Masks
সকল layer Masks কে Flatten করার জন্য এটি ব্যবহার করা হয় ।
5. Layer Comps to Files
আপনার লেয়ারে প্রতিটি Layer Comps কে আলাদা আলাদা ইমেইজ ফাইল হিসেবে Export করার জন্য এটি ব্যবহার করা হয় ।
6. Layer Comps to PDF
আপনার সব লেয়ার Comps কে িএকটি পিডিএপ ফাইলে তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
7. Layer Comps to WPG
Layer Comps গুলোকে Web Photo Gallery বা WPG আকারে Export করার জন্য এটি ব্যবহৃত হয় ।
8. Export Layers to Files
একটি ছবিতে অনেক গুলো লিয়ার থাকতে পারে েএখেন প্রতিটি লেয়ারকে আলাদা আলাদা Image File হিসেবে Save করার জন্য এটি ব্যবহার করা হয় ।
9. Script Events Manager
নির্দিষ্ট কিছু ইভেন্টে যেমন Open, Save ইত্যাদি Script করে অটো রান করার জন্য এটি ব্যবহার করা হয় ।
10. Load Files into Stack
আপনার একাধিক ছবিকে একটি ফাইলে আলাদা ভাবে বা আলাদা লেয়ার হিসেবে Load করার জন্য এটি ব্যবহার করা হয় ।
11. Load Multiple DICOM Files
ইমেজকে DICOM File -এ লোড করার জন্য এটি কাজ করে ।
12. Statistics
এক বা একাধিক ছবি থেকে Mean, Median, Maximum হিসাব করার জন্য এটি ব্যবহার হয় ।
13. Browse
Photoshop থেকে নতুন Scripts Folder ওপেন করে যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ধ). File Info
যেকোনো ফাইলে Title, Authority, Meta Data যুক্ত করা বা দেখানোর জন্য এটি ব্যবহার হয় ।
(ন). Print
Printer Setup
1. Printer
আপনি কোন প্রিন্টারে কাগজ প্রিন্ট করবেন সেটি এখানে সেট করে দিতে হবে যেমন : Fax,Send to Onenote ইত্যাদি ।
2. Copies
আপনার যেকোনো ফাইল বা ছবি কত কপি করে প্রিন্ট করতে চান সেটি এখানে বসাতে হবে ।
3. Layout
Layout এটি Oriantation এর মতো আপনার পেইজকে আড়াআড়ি বা লম্বালম্বি ভাবে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Print Settings
উপরে Print Settings -এ ক্লিক করলে এখানে প্রিন্ট এর অনেক গুলো সেটিংস অপশন পাবেন যেমন : Orientation/Paper Size/Copy Count/Print Quality ইত্যাদি সেট করতে পারবেন ।
5. Position and Size
ছবি প্রিন্ট করার সময় ছবিটি Top/Left/Center সেট করার এটি ব্যবহার করা হয় ।
6. Scaled Print Size
যেকোনো ছবি প্রিন্ট করার আগে ছবিটি Height/Width & Scale to Fit Media সেট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
7. Print
সবকিছু ঠিক থাকলে প্রিন্ট অপশনে ক্লিক করুন । এখন General নামে একটি পেইজ ওপেন হবে । Print এর প্রতিটি অপশন নিচে বিস্তারিত দেওয়া হলো ।
Select Printer
Save করা সকল প্রিন্ট এখানে শো করবে । এখান থেকে আপনি কোন প্রিন্টারে প্রিন্ট করবেন সেটি সিলেক্ট করতে হবে ।
Preferences
এখান থেকে আপনি Orientation/Paper Size/Print Quality সেটিংস করতে পারবেন ।
Find Printer
Print করার জন্য নতুন প্রিন্টার Add করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Page Range
All এটিতে ক্লিক করলে সবগুলো পেইজ প্রিন্ট হবে । Selection এটিতে ক্লিক করলে সিলেক্টকৃত যেকোনো পেইজ প্রিন্ট হবে । Current Page আপনার চলতি পেইজটি প্রিন্ট করার জন্য এটি কাজ করে । Pages এই অপশনে পেইজ নাম্বার বসিয়ে প্রিন্ট করতে পারবেন ।
Number of Copies
পেইজ কত কপি করে প্রিন্ট করতে চান সেটি এখানে বসাতে হবে ।
Collate & Uncollate
Collate এটি যদি সিলেক্ট করে তাহলে সিরিয়াল ভাবে কপি করা পেইজ গুলো প্রিন্ট হবে যেমন : 1,1/2,2/3,3 এই ভাবে প্রিন্ট হবে ।
Uncollate এটির মাধ্যমে 1,2,3/1,2,3 এই ভাবে প্রিন্ট হবে ।
(প). Print One Copy
যেকোনো ছবি বা ফাইল এক কপি প্রিন্ট করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি এটিতে ক্লিক করলে সরাসরি এক কপি প্রিন্ট হয়ে বের হবে ।
(ফ). Exit
(Shortcut Key: Ctrl+Q) Adobe Photoshop সম্পূর্ণভাবে Close বা বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় ।






0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!