- MS Powerpoint"File Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Home Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Insert Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Design & Transitions Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Slide Show Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Review & View Tab" এর সম্পূর্ণ গাইড ?
# Animations Tab এর কাজ কী ?
MS Powerpoint Animation Tab এর মূল কাজ হলো আপনার স্লাইডের ভিতরে যেকোনো (টেক্স/ছবি/অবজেক্ট/শেপ/SmartArt) ইত্যাদি এগুলোতে অ্যানিমেশন যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Animation Tab থেকে কী কী কাজ করা হয় যেমন :
Preview/স্লাইডে Animation সেট করার/Animation Effect Option ব্যবহার করা/Add Animation থেকে অ্যানিমেশন যোগ করা/Animation Pane/Trigger/Animation Painter/স্লাইডে Start,Duration,Delay Timing সেট করা ইত্যাদি কাজ করা হয় । এই অপশন গুলো নিচে বিস্তারিত ভাবে ব্যাখ্যাসহ তুলে ধরা হলো ।
(ক). Preview Group
1. Preview
আপনার স্লাইডে অ্যানিমেশন দেওয়ার পর সেটি কি রকম ভাবে শো হচ্ছে সেটি দেখার জন্য এটি ব্যবহার করা হয় ।
আবার ধরুন আপনার একটি প্রেজেন্টেশনে অনেক গুলো স্লাইড আছে এখন আপনি যেকোনো একটি স্লাইডের অ্যানিমেশন Preview করে দেখতে চাইলে এটিতে ক্লিক করুন ।
(খ). Animation Group
1. Animation
আপনার স্লাইডে কোনো টেক্স,ছবি,অবজেক্টকে Animation দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে অনেক গুলো অ্যানিমেশন রয়েছে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন । জনপ্রিয় অ্যানিমেশন গুলোর মধ্যে রয়েছে Wave/Blinds/Shimmer/Checkboard/Diamond/Random Bars/Wheel/Box/Split/Wedge/Wipe/Swivel/Spinner/Spinner/Flip/Pinwheel/Whip ইত্যাদি ।
2. Effect Option
স্লাইড এর লিখা কোন দিক থেকে আসবে যেমন বামে,ডানে,উপরে, নিচে ইত্যাদি শো করার জন্য এটি কাজ করে । আবার শেপ টেক্স বক্স ব্যবহার করলে শেপ এবং শেপ এর ভিতরে টেক্স আলাদা আলাদা ভাবে আসার জন্য By Paragraph Click ব্যবহার করা হয় ।
As One Object
শেপ এবং শেপ এর ভিতরে টেক্স দুইটিই একসাথে শো হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
All at ones
এটি As One Object এর মতো কাজ করে ।
By Paragraph Click
শেপ এবং শেপ এর ভিতরে লেখা আলাদা ভাবে আসার জন্য এটি ব্যবহার করুন । এটি ক্লিক করলে প্রথমে আপনার শেপটি আসবে তারপর শেপ এর ভিতরে লিখাটি আসবে । এটিই হলো By Paragraph Click এর কাজ ।
(গ). Advanced Animation Group
1. Add Animation
More Entrance Effect
এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করলে প্রথমে স্লাইড শুরু হয় তারপর কন্টেন্ট গুলো একটি একটি করে আসতে থাকে । এখানে অনেক গুলো Add Entrance Effect রয়েছে যেমন : Box/Circle/Diamond/Fly in/Split/Wipe/Random Bars/Wheel/Zoom ইত্যাদি ব্যবহার করতে পারবেন ।
More Emphasis Effect
স্লাইডে যেকোনো টেক্স,ছবি,অবজেক্টকে হাইলাইট বা জোম জন্য এটি ব্যবহার করা হয় । এখানে বিভিন্ন More Emphasis Effect যেমন : Fill Color/Font Color/Spin/Underline/Darken/Lighten/Wave ইত্যাদি ব্যবহার করতে পারবেন ।
More Motion Path
যেকোনো টেক্স বা অবজেক্টকে নির্দিষ্ট পথে চলাচল করার জন্য ব্যবহার করা হয় । এখানে অনেক গুলো More Motion Path রয়েছে যেমন : 4 Point Star, Circle, Diamond, Football, Heart, Plus, Bean, Up, Wave, Spring, Down, Turn Down ইত্যাদি ব্যবহার করতে পারবেন ।
More Exit Effect
কোনো টেক্স, ছবি বা অবজেক্টকে স্লাইড থেকে বের করে নেওয়ার জন্য এই অ্যানিমেশনটি ব্যবহার করা হয় । এখানে অনেক গুলো অ্যানিমেশন রয়েছে যেমন : Blinds, Box, Checkerboard, Diamond, Wheel, Fly Out, Plus, Wipe, Zoom, Fade ইত্যাদি ব্যবহার করতে পারবেন ।
2. Animation Pane
আপনার স্লাইডে যতগুলো অ্যানিমেশন ব্যবহার করেছেন সবগুলো এখানে দেখাবে । আপনি এখান থেকে যেকোনো অ্যানিমেশন পরিবর্তন করা করতে পারবেন । এছাড়াও যেকোনো অ্যানিমেশন মুছে ফেলা এবং অ্যানিমেশনের সময় নিয়ন্ত্রণ করতে পারবেন ।
নিচে Animation Pane বিস্তারিত ভাবে তুলে ধরা হলো :
Start On Click
মাউস ক্লিক করলে আপনার অ্যানিমেশন শুরু হবে ।
Start With Previous
প্রথমে আপনার স্লাইড শো হবে তারপর অ্যানিমেশন গুলো অটোমেটিক ভাবে শো হবে । এটি ব্যবহার করলে আপনার ক্লিক ছাড়াই অ্যানিমেশন শো হবে ।
Start After Previous
এটির মাধ্যমে অ্যানিমেশন অটোমেটিক ভাবে শো হয় । তবে এখানে আগে অ্যানিমেশন শো হয় ।
Effect Option
Direction
আপনার টেক্সটি কোন দিক থেকে আসবে বামে,ডানে, উপরে,নিচে Vertical ,Horizontal দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Sound
অ্যানিমেশন চালু হওয়ার সময় সাউন্ড দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
After Animation
অ্যানিমেশন টেক্স শো হওয়ার পর সেটি হাইট করার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে কালার এর মাধ্যমে হাইট করা হয় ।
Animate Text
অ্যানিমেশন এর মাধ্যমে আপনার টেক্সটি কিভাবে শো হবে তা নির্ধারণ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
All at onec এটির মাধ্যমে আপনার শেপ এবং টেক্স একসাথে আসবে ।
By Word প্রথমে শেপ তারপর লিখার Word গুলো আসতে থাকবে ।
By Letter এটির মাধ্যমে প্রতিটি টেক্স এর শব্দ ুগুলো একটি একটি করে আসতে থাকবে ।
(ঘ). Timing Group
1. Start
টির মাধ্যমে আপনার অ্যানিমেশনটি কিভাবে শো করবে On Click/With Previous/After Previous যেকোনো একটি সেট করতে হবে ।
2. Delay
আপনার একটি অ্যানিমেশন থেকে আরেকটি অ্যানিমেশন শো হতে কত সময় নিবে সেটি এখানে সেট করতে হয় ।
3. Duration
আপনার অ্যানিমেশনটি কত সেকেন্ডে শো হবে সেটির সেকেন্ড সেট করতে হবে ।
4. Repeat
5. Rewind when done playing
এটির কাজ হলো ধরুন আপনার স্লাইডে অ্যানিমেশন শেষ হয়েছে এখন সেটি আগের অবস্থানে ফিরে আসার জন্য এটি ব্যবহার করা হয় ।
6. Triggers
Start Effect on Click of
এটি কুইজ এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় । ধরুন আপনি একটি শেপ বা বাটন তৈরি করলেন এখন সেটিতে ক্লিক করলে আরেকটি শেপ বা বাটন শো করবে । এটির জন্য ্এই Triggers ব্যবহার করা হয় ।
Hide Advance Timeline
আপনার অ্যানিমেশন পেইন থেকে Advance Timeline হাইট বা লুকানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Remove
সিলেক্ট করে যেকোনো অ্যানিমেশন মুছে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় ।
7. Animation Painter
এটি Ms Word এর Home Tab -এ Format Printer এর মতো কাজ করে । ধরুন একটি শেপ বা অবজেক্টকে একটি অ্যানিমেশন দিলেন এখন আপনি চাচ্ছে এটির মতো আরেকটি শেপ এ একই অ্যানিমেশন দেওয়া জন্য প্রথমে আগে অ্যনিমেশেনটি সিলেক্ট করুন তারপর অন্য আরেকটি শেপ এ গিয়ে ক্লিক করুন । এখন এটি একই অ্যানিমেশন এ কাজ করবে ।
Timing Group
Start
On Click এটির মাধ্যমে ক্লিক দিলেই অ্যানিমেশন শো হবে । With Previous এর সিলেক্ট করলে অটোমেটিক অ্যানিমেশন চালু হবে । After Previous এটির মাধ্যমে আগের অ্যানিমেশনটি চালু হবে ।
Duration
আপনার অ্যানিমেশনটি কত সেকেন্ড ধরে বা কত সময় নিয়ে আসবে সেই সেকেন্ডটি নির্ধারণ করে দিন ।
Delay
একটি অ্যানিমেশন থেকে আরেকটি অ্যানিমেশন আসতে কত সময় নিচে সেটি এখানে সেকেন্ড সেট করতে হয় ।
Recorder Animation
Move Earlier
অ্যানিমেশন রেকর্ড নিচ থেকে উপরে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
Move Later
উপর থেকে নিচে অ্যানিমেশন আনার জন্য এটি কাজ করে ।


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!