- MS Powerpoint"File Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Home Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Insert Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Animations Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Slide Show Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Review & View Tab" এর সম্পূর্ণ গাইড ?
# MS Powerpoint এর Design Tab & Transitions Tab প্রতিটি অপশন সম্পূর্ণ গাইড ব্যাখ্যা সহ ?
Design Tab
এই টেব থেকে আপনি এখান থেকে যা যা শিখতে পারবেন । Design Tab ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার প্রেজেন্টেশন স্লাইড এর পেইজ সাইজ সেট করতে পারবেন । এছাড়াও এই টেব থেকে আপনি Slide Themes/Slide Orientation/Slide Background Color/Format Background Color কিভাবে সেট করতে হয় শিখতে সেটি পারবেন ।
Transitions Tab
Transitions Tab এই টেব থেকে আপনি এখান থেকে শিখতে পারবেন কিভাবে Slide Transition/Slide Effect Option/Slide Sound সেট করা/Duration Time সেট করা/On Mouse Click/After ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো এখান থেকে খুব সহজেই শিখতে পারবেন ।
# Design Tab
(ক). Page Setup Group
1. Page Setup
আপনার স্লাইড প্রেজেন্টেশন করার সময় আপনার স্লাইড এর সাইজ কত হবে সেটি এখান থেকে নির্ধারণ করতে হয় । এছাড়াও আপনার পেইজ লম্বালম্বি হবে নাকি আড়াআড়ি হতে তা এখান থেকে সেট করতে হয় । নিচে বিস্তারিত তুলে ধরা হলো ।
2. Slides Sized for
প্রেজেন্টেশনে স্লাইড শো করার জন্য এখানে বিভিন্ন সাইজের পেইজ রয়েছে এখানে সবচেয়ে ভালো পেইজ সাইজ হলো On-Screen Show (16.9) এটি সেট করলে প্রেজেন্টেশন করার সময় আপনার পুরো Screen -এ স্লাইডটি শো করবে ।
3. Width & Height
আপনি চাইলে এখানে স্লাইড এর Height & Width কমিয়ে বাড়িয়ে সেট করতে পারবেন ।
4. Orientation
আপনার স্লাইডটি আড়াআড়ি হবে নাকি লম্বালম্বি হতে তা এখান থেকে নির্ধারণ করতে হয় । Protrait মানে হলো আপনার স্লাইডকে লম্বালম্বি করা জন্য আর Landscape মানে হলো আপনার স্লাইডটি আড়াআড়ি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
5. Slide Orientation
Protrait স্লাইড এর সাইজ লম্বালম্বি করার জন্য ব্যবহার হয় ।
Landscape স্লাইড এর সাইজ আড়াআড়ি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(খ). Themes Group
1. Themes
যেকোনো স্লাইড এর জন্য থিম ব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে বিভিন্ন ডিজাইনে থিম রয়েছে যা আপনার প্রেজেন্টেশনকে সুন্দর ভাবে ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Colors
Theme এর বিভিন্ন কালার সেট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Fonts
Themes এর মধ্যে ফন্ট পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Effects
থিম এর মধ্যে Effects দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । Themes এর ইফেক্ট ব্যবহার করে আপনার স্লাইডকে সুন্দর ভাবে প্রেজেন্টেশন জন্য তৈরি করতে পারবেন ।
(গ). Background Group
1. Background Styles
আপনার স্লাইডে Background দেওয়ার জন্য এখানে কয়েক ধরনের Background Color রয়েছে যা আপনি ব্যবহার করে আপনার স্লাইডকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন ।
2. Format Background
আপনার স্লাইডে Background দেওয়ার জন্য এখানে বিভিন্ন অপশন রয়েছে যেমন : Solid Fill/Gradient Fill/Picture or Texture Fill/Pattern Fill এগুলো ব্যবহার করে আপনার Background কে সু্ন্দবভাবে ডিজাইন করতে পারবেন ।
নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো :
# Transitions Tab
Ms Powerpoint -এ সবচেয়ে গুরুত্বপর্ণ্য কাজ হচ্ছে Slide Transitions করা । কোনো স্লাইড প্রেজেন্টেশন করার সময় স্লাইডটি কিভাবে শো হবে সেটি দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে আপনার স্লাইডকে বিভিন্ন ভাবে পরির্দশন করতে পারবেন । নিচে বিস্তারিত ভাতে তুলে ধরা হলো ।
(ক). Preview Group
1. Preview
এটির মাধ্যমে আপনার স্লাইডে Transitions ব্যবহার করে সেটি কিভাবে শো হচ্ছে সেটি Preview হিসেবে দেখার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Transition to this slide
প্রেজেন্টেশন করার সময় আপনার স্লাইডটি কিভাবে শো করবে সেটি এখান থেকে সেট করতে হয় । এখানে বিভিন্ন ধরনের Transition রয়েছে যেমন : Split,Ramdom,Bars,Shape,Cover,Uncover,Flash,Checkerboard, Bliands, Clock,Ripple Glitter, Vortex ইত্যাদি এগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার স্লাইড শো করতে পারবেন ।
3. Effect Option
Transition সেট করার পর সেটি কোন দিক থেকে শো করবে যেমন : বামে,ডানে,উপরে, নিচে এগুলো আপনার পছন্দ অনুযায়ী সেট করে দিতে হবে । (খ). Timing Group
আপনি প্রেজেন্টেশন করার সময় আপনার স্লাইডটি কি অটোমেটিক আসবে নাকি ক্লিক দিলে আসবে সেটি নির্ধারণ করার এটি ব্যবহার করা হয় ।
1. Sound
আপনার স্লাইড যখন ওপেন হবে তখন Sound হওয়ার জন্য এটি কাজ করে । ধরুন আপনি প্রেজেন্টেশন করার সময় একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে ওপেন হওয়ার সময় Sound বা শব্দ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Duration
আপনার স্লাইডটি আসতে কত সময় নিবে সেই সেকেন্ড বা মিনিট এখানে সেট করে দিতে হবে । ধরুন আপনি ৫ সেকেন্ড দিলেন এখন স্লাইডটি পুরোপুরি ভাবে আসতে ৫ সেকেন্ড সময় লাগবে । এটিই হলো Duration এর কাজ ।
3. Apply To All
ধরুন আপনার একটি স্লাইডে Duration -এ ৫ সেকেন্ড সেট করে দিলেন এখন এটি সব স্লাইডে একই সময় শো করার জন্য Apply To All -এ ক্লিক করতে হবে ।
4. Advance Slide
On Mouse Click
আপনি যদি এটিতে ঠিক চিহ্ন দেন তাহলে প্রেজেন্টেশনে স্লাইড শো করার সময় আপনাকে একটি স্লাইড থেকে আরেকটি স্লাইড শো করার জন্য ক্লিক করে স্লাইড আনতে হবে ।
After
এটিতে যদি ঠিক চিহ্ন দেন তাহলে স্লাইড গুলো অটোমেটিক ভাবে শো করবে । ধরুন আপনি এখানে ৬ সেকেন্ড সেট করলেন এখন আপনার একটি স্লাইড থেকে আরেকটি স্লাইড শো করতে ৬ সেকেন্ড সময় নিবে । আপনি এখানে যত সেকেন্ড সেট করবেন তত সেকেন্ড পরপর আরেকটি স্লা্ইড শো করবে ।




0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!