MS PowerPoint Insert Tab – সকল অপশন ও কাজের বিস্তারিত টিউটোরিয়াল

MS PowerPoint Insert Tab এ Table, Pictures, Shapes, SmartArt, Chart, Text ও Media অপশনগুলো দেখানো হয়েছে

# MS Powerpoint "Insert Tab" এর সকল অপশনের কাজ বিস্তারিত ব্যাখ্যাসহ সম্পূর্ণ গাইড ? 

(ক). Tables Group 

1. Insert Table 

আপনার টেবিলে যতগুলো কলাম ও রো দরকার ততগুলো কলাম ও রো তৈরির জন্য এটি ব্যবহার করা হয় । Number of Column/Number of Row ব্যবহার করে খুব সহজেই নির্দিষ্ট টেবিল তৈরি করতে পারবেন । 

2. Draw Table 

কলম এর মাধ্যমে Draw করে টেবিল তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

3. Excel Spreadsheet 

MS Excel এর মাধ্যমে টেবিল তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । এটি হুবুহু MS Excel এর মতো কাজ করে । কাজ সম্পূর্ণ্য হলে বর্ডার এ গিয়ে সিডে বর্ডার সেট করুন । 

(খ). Image Group 

1. Picture 

প্রেজেন্টেশনে Picture সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । Picture Format ব্যবহার করে আপনার Picture কে বিভিন্ন ডিজাইন করতে পারবেন । 

2. Clip Art 

এখান থেকে আপনি বিভিন্ন আর্ট পাবেন যেগুলো আপনি আপনার প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারবেন । 

3. Screenshot 

Screen Clipping ক্লিক করে আপনার কম্পিউটারে Window ছবি আকারে চলে আসবে । 

4. Photo Album

একাধিক Photo/Picture ব্যবহার করে Album তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

MS PowerPoint Insert Tab এর Photo Album অপশনে একাধিক ছবি দিয়ে নতুন স্লাইড তৈরির সেটিংস দেখানো হয়েছে

File/disk 

উপরের ছবিটি ফলো করুন এই অপশনটির কাজ হলো আপনার কম্পিউটার ফাইল/ফোল্ডার থেকে ছবি আনার জন্য এটি কাজ করে । 

New Text Box 

Album এর মধ্যে যদি কোনো কিছু লিখতে চান তাহলে Album এর ভিতরে Text Box বসাতে পারবেন । 

এখান থেকে ছবি Remove/Rotate/Picture Layout ইত্যাদি কাজ করতে পারবেন । এখন সবকিছু ঠিক থাকলে Create অপশনে ক্লিক করুন । 

(গ). Illustrations Group 

# Shapes 

Shape Format 

MS PowerPoint Shape Format Tab এ Shape Fill, Outline, Effects, Align ও Arrange অপশনগুলো দেখানো হয়েছে

1. Insert Shapes Group

Shapes 

আপনি এখান থেকে খুব সহজেই যেকোনো শেপ Insert করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন । 

Change Shape 

যেকোনো শেপ পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Edit Point 

Edit Point এর মাধ্যমে যেকোনো শেপকে টেনে টেনে ডিজাইন করতে পারবেন । 

Horizontal Text Box/Vertical Text Box 

Horizontal বা Vertical টেক্স বক্স দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Shape Styles Group 

Shape Styles 

শেপ এর জন্য এখানে বিভিন্ন কালার এবং ডিজাইন ফরম্যাট দেওয়া আছে এগুলো আপনার শেপকে সুন্দর ভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয় । 

Shape Fill 

যেকোনো শেপ এর কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি বিভিন্ন ভাবে শেপ এর কালার দিতে পারবেন যেমন : Theme Color/More Fill Color/Gradient Color/Picture/Texture Color সেট করতে পারবেন । 

Shape Outline 

শেপ এর বর্ডার বা আউটলাইন কালার দেওয়া,বর্ডার Weight,Outline Styles ইত্যাদি কাজ করতে পারবেন । 

Shape Effect 

আপনার শেপ এর Effect দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এটি শেপকে ডিজাইন করার জন্য খুবই গুরুত্বপূণ্য । এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে যেমন : Preset/Glow/Bevel/Shadow/3-D Rotation সেট করে কাজ করতে পারবেন । 

3. WordArt Styles Group 

Quick Styles 

এটির মাধ্যমে আপনি যেকোনো লিখাকে কালারিং বা ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Text Fill 

যেকোনো টেক্সকে Fill কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । টেক্স এর জন্য বিভিন্ন কালার সেট করতে পারবেন যেমন : More Fill Color/Gradient Color/Picture/Texture Color সেট করতে পারবেন । 

Text Outline 

টেক্স এর আউটলাইন কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে টেক্স Outline color এর পাশাপাশি Text Weight Text outline style দিতে পারবেন । 

Text Effect 

টেক্সকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য ইফেক্ট ব্যবহার করা হয় । এখানে বিভিন্ন টেক্স ইফেক্ট রয়েছে যেমন : Shadow/Reflection/Bevel/Glow/3-D Rotation/Transform এগুলেঅ ব্যবহার করে আপনার টেক্সকে সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন । 

4. Arrange Group 

এখান থেকে আপনি যেকোনো শেপ বা অবজেক্টকে Bring Forward/Send Backward/Group/Ungroup/Rotate/Align/Selection Pane এর কাজ গুলো এখান থেকে করতে পারবেন । 

5. Size 

যেকোনো শেপ বা অবজেক্টকে Height/Weight দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

# SmartArt 

MS PowerPoint SmartArt Design Tab এ Add Shape, Change Colors, Layout ও Styles অপশনগুলো দেখানো হয়েছে

1. Create Graphic Group 
Add Shape 
এটির মাধ্যমে আপনার SmartArt -এ যে শেপ গুলো আছে সেখানে বামে/ডানে/উপরে/নিচে নতুন করে শেপ দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 
Add Bullet 
SmartArt -এ বুলেট শেপ এর  মধ্যে বুলেট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 
Text Pane 
Text Pane এটির মাধ্যমে আপনি খুব সহজেই এবং কম সময়ে SmartArt তৈরি করতে পারবেন । 

Promote & Demote 

Right To Left 

পুরো একটি SmartArt কে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে ফিরানোর জন্য এটি ব্যবহার করা হয় ।  

2. Layout Group 

Layout 

এটির মাধ্যমে আপনি SmartArt পরিবর্তন করতে পারবেন । 

Change Color 

SmartArt -এ কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

SmartArt Styles 

আপনার SmartArt কে বিভিন্ন Style বা ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় ।

3. Reset Group

Reset Graphic 

Format করা যেকোনো SmartArt কে আবার পুনরাই Normaly ভাবে অথবা আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য এটি কাজ করে । 

Convert  to Text 

যেকোনো শেপ এর ভিতর টেক্স থাকলে শেপটিকে কেটে টেক্সকে আলাদা করার জন্য Convert to Text ব্যবহার করা হয় । 

Convert to Shape 

যেকোনো টেক্সকে শেপ এ Convert করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Chart 

Chart এর Design/Layout/Format এর সকল কাজ গুলো বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন । 

Link :  Chart এর প্রতিটি অপশন বিস্তারিত ব্যাখ্যাসহ জানতে ক্লিক করুন ? 

(ঘ). Links Group 

1. Hyperlink 

আপনার প্রেজেন্টেশনে যেকোনো ছবি,ফাইল বা ডকুমেন্টে Link হিসেবে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

প্রথমে আপনার স্লাইডে লিখা সিলেক্ট করুন তারপর Hyperlink -এ ক্লিক করুন তারপর আপনার সামনে  কম্পিউটারে যতগুলো ফাইল আছে সবগুলো সেখানে দেখাবে তারপর সেখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করুন এখান এটি লিঙ্ক হিসেবে আপনার প্রেজেন্টেশনে দেখাবে । 

2. Action 

এটিও Hyperlink এর মতো কাজ করে । এখানে দুইটি অপশন আছে যেমন : Mouse Click & Mouse Over । Mouse Click এটি ব্যবহার করলে ক্লিক এর মাধ্যমে ফাইল ওপেন করতে হয় । আবার Mouse Over এটি ব্যবহার করলে  আপনার Hyperlink -এ  শুধুমাত্র মাউসটি নিয়ে গেলেও লিঙ্ক করা ফাইল ওপেন হবে । নিচে এই  দুইটি অপশন বিস্তারিত ভাবে দেওয়া হলো । 

Mouse Click 

আপনার প্রেজেন্টেশনে লিঙ্ক হিসেবে এটি ব্যবহার করলে আপনাকে ক্লিক করে লিঙ্ক করা ডকুমেন্টটি ওপেন করতে হবে । নিচের ছবিটি ফলো করুন । 

MS PowerPoint Animation Start On Mouse Click অপশনে ক্লিক করলে অ্যানিমেশন চালু হওয়ার সেটিংস দেখানো হয়েছে

Hyperlink To 

এটির মাধ্যমে আপনার স্লাইড আগে পিছে অথবা প্রথম স্লাইড শেষের স্লাইডে যাওয়াও জন্য এটি কাজ করে । Internet থেকে যেকোনো URL লিঙ্ক সংগ্রহ করে এখানে বসাতে পারবেন অথবা কম্পিউটার ফাইল থেকেও যেকোনো ফাইল লিঙ্ক হিসেবে দেওয়া যায় । 

 Run Program 

এটির মাধ্যমে আপনি সরাসরি আপনার কম্পিউটার Browser -এ গিয়ে যেকোনো ফাইল,ছবি লিঙ্ক হিসেবে বসাতে পারবেন । 

Play Sound 

Hyperlink করা যেকোনো ফাইল ওপেন করার সাথে সাথে Sound হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।  এখানে বিভিন্ন Sound রয়েছে যা আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন । 

Mouse Over

ক্লিক ছাড়াই আপনার ডকুমেন্টটি ওপেন হওয়ার জন্য এটি কাজ করে । Hyperlink করা ফাইলে গিয়ে শুধু আপনার Mouse Pointer টি রাখুন সাথে  সাথে সেই ফাইলটি ক্লিক ছাড়াই ওপেন হবে । নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো । 

MS PowerPoint Animation Mouse Over অপশন হোভার করলে অ্যানিমেশন চালু করার সেটিংস দেখানো হয়েছে

Hyperlink to/Run Program/Play Sound এই অপশন গুলো উপর থেকে দেখে নিন । এই অপশন গুলো Mouse Click এর মতো কাজ করে । এখানে শুধুমাত্র একটি পাথর্ক্য সেটি হলো Mouse Click এটি ক্লিক করলে চালু হয় আবার Mouse Over এটি শুধুমাত্র মাউচ এর কারসারটি লিঙ্কে নিয়ে গেলেই সেটি ওপেন হবে । 

(ঙ). Text Group 

1. Text Box 

Horizontal Text Box & Vertical Text Box দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Header & Footer 

প্রেজেন্টেশনে প্রতিটি স্লাইডে Header & Footer দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । Data & Time/Slide Number/Footer এর কাজ করা হয় ।নিচে  ছবিসহ প্রতিটি অপশন বিস্তারিত ভাবে তুলে ধরা হলো । 

MS PowerPoint Header & Footer অপশনে স্লাইডে Title, Date, Slide Number ও Footer টেক্সট সেট করার সেটিংস দেখানো হয়েছে

Date and Time 

আপনার স্লাইডে হেডার ফুডার দেওয়ার জন্য প্রথমে Date and Time সিলেক্ট করুন । 

Update Automatically 

অটোমেটিক ভাবে আপনার স্লাইডে তারিখ পরিবর্তন হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । আবার Language অপশন থেকে আপনি যেকোনো ভাষা সিলেক্ট করে তারিখ বসাতে পারবেন । 

Fixed 

এখানে আপনি যেই তারিখ বসাবেন শুধুমাত্র সেটিই আপনার স্লাইডে থাকবে । 

Slide Number 

এটি পেইজ নাম্বার এর মতো কাজ করে । প্রতিটি স্লাইডে নাম্বার বসানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

Footer 

এটিতে ক্লিক করলে নিচে একটি ঘর আসবে সেখানে আপনি আপনার ছোট মতামত লিখতে পারবেন । 

Don't Show on title Slide 

এটির কাজ হলো আপনি  যদি সবগুলো স্লাইডে ফুটার ব্যবহার করতে চান শুধুমাত্র সেই স্লাইডটি বাদে যেটিতে টাইটেল ব্যবহার করা হয়েছে । অর্থাৎ প্রথম স্লাইড ছাড়া সবগুলো স্লাইড ফুডার ব্যবহার হবে এই অপশনটি সচল করলে । 

Apply to All 

এই অপশনটি ব্যবহার করলে সবগুলো স্লাইড ফুডারে ব্যবহার হবে । যদি Don't Show on title slide অপশনটি চালু করা থাকে তাহলে প্রথম স্লাইড ছাড়া সবগুলো স্লাইড ফুডার ব্যবহার হবে । 

Apply 

আপনি শুধুমাত্র যেই স্লাইডটি সিলেক্ট করেছেন শুধুমাত্র সেই স্লাইডটি ফুডার হিসেবে ব্যবহার হবে । 

3. WordArt 

WordArt এটির মাধ্যমে আপনি যেকোনো Word বা শব্দকে কালারিং বা ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

WordArt -এ কাজ করলে নতুন একটি ফরম্যাট আসবে সেটি হলো Format Tab এটির মাধ্যমে WordArt Styles/Text Fill/Outline Fill/Text Effect/Bring Frowar/Send Backward/Selection Pane/Align/Group/Rotate/Word Size এই কাজ গুলো আপনার টেক্সকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন । 

4. Date & Time 

আপনার স্লাইডে Date & Time সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি এখানে Language এর মাধ্যমে ভাষা পরিবর্তন করে Date & time সেট করতে পারবেন । Update Automatically এটিতে ক্লিক করলে আপনার তারিখ এবং টাইম অটোমেটিক আপডেইট হবে । 

5. Slide Number 

প্রতিটি স্লাইডে নাম্বার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

6. Object 

Create New 

আপনার স্লাইডে MS Word/Ms Excel/Excel Chart/Bitmap Image ইত্যাদি কাজ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Create Form File 

আপনার কম্পিউটার ব্রাউজার থেকে একধিক ফাইলকে একটি ফাইলে আনার জন্য এটি ব্যবহার করা হয় । 

(চ). Symbols Group

1. Equation 

বীজগণিত Math এর সমস্যা সমাধান এবং বীজগণিত Math লিখার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Symbols 

আপনার স্লা্ইডকে আকর্ষণীয় করার জন্য এখান থেকে Symbols ব্যবহার করতে পারবেন । 

(ছ). Media Group 

1. Video 

আপনার স্লাইডে ভিডিও যেকোনো ভিডিও সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে তিনটি অপশন থেকে ভিডিও সেট করতে পারবেন যেমন : Video Form File/Video Form Website/Clip Art Video নিচে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হলো । 

Video Form File

যেকোনো স্লাইডে ভিডিও সেট করার জন্য Video Form File ক্লিক করুন তারপর আপনার কম্পিউটার ফাইল থেকে ভিডিও এনে এখানে সেট করতে পারবেন । 

Video Form Website

যেকোনো ওয়েবসাইট থেকে ভিডিও সংগ্রহ করে এখানে সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Clip Art Video 

এখানে কম সময়ে কয়েকটি ভিডিও রয়েছে যা আপনি ব্যবহার করতে পারবেন । 

2. Audio 

Audio Form File 

আপনার কম্পিউটার ফাইল থেকে যেকোনো অডিও আপনার স্লাইডে সেট করার জন্য এটি কাজ করে । 

Clip Art Audio

এখানে কয়েকটি অডিও ফাইল রয়েছে যা আপনার স্লাইডে ব্যবহার করতে পারবেন । 

Record Audio 

আপনার স্লাইড চলাকালিন সময়ে অডিও রেকর্ড করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি এখানে যা বলবেন তা এখানে রেকর্ড হবে । 

Audio & Video আপনার স্লাইডে সেট করার পর PlayBack টেব ওপেন হবে এটি বিস্তারিত নিচে ব্যাখ্যাসহ তুলে ধরা হলো । 

PlayBack 

MS PowerPoint Playback Tab এ Media কন্ট্রোলস, Volume, Start, Trim এবং Fade অপশনগুলো দেখানো হয়েছে

(জ). PlayBack

1. Play

Audio/Video/Record Audio সেট করার পর সেটি কি রকম শো হচ্ছে সেটি Play করার জন্য এটি কাজ করে । 

2. Trim Audio

এটির কাজ হলো যেকোনো অডিও ভিডিও কেটে ছোট করার জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আপনার স্লাইডে একটি অডিও গান সেট করেছেন এখন আপনি চাচ্ছেন গানটি কেটে ছোট করার জন্য তাহলে Start Time & End Time ব্যবহার করে সেট করতে পারবেন । 

3. Audio Option 

Volume 

Sound এর Volume কমানো বা বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Start 

Automatically

অটোমেটিক ভাবে Audio & Video Play হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

On Click 

এটি ক্লিক দিলেই আপনার সাউন্ড চালু হবে । 

Play Across Slide 

সাউন্ড এর সাথে আপনার স্লাইডও একই ভাবে প্লে হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

Loop Until Stopped 

এটি Play Across Slide এর মতো কাজ করে । ধরুন আপনি ৫মিনিটের একটি গান দিলেন এখন ঐ গানটি শেষ না হওয়া পযর্ন্ত স্লাইড চলতে থাকবে । 




Post a Comment

0 Comments