- MS Excel "File Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Excel "Home Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Excel "Insert Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Excel "Formulas Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Excel "Data Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Excel "Review Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Excel "View Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Excel Chart এর সম্পূর্ণ গাইড ?

(ক). Themes Group
1. Themes :
- আপনার পুরো একটি Excel sheet -এ লিখার কালার Effect, Fonts Change ইত্যাদি এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন ।
2. Colors :
- থিম এর রং পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Fonts :
- থিমে ফন্ট পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Effects :
- আপনার যেকোনো Shape/SmartArt/গ্রাফিক্সে যেকোনো কাজ বিভিন্ন ডিজাইনে পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(খ). Page Setup Group
1. Margins :
- আপনার পেজের চারপাশে ফাঁকা কতটুকু রাখবেন সেটি নির্ধারণ করাকে মার্জিন বলা হয় ।
- আপনার পেজের চারপাশে Top/Bottom/Left/Right এই চারটি জায়গায় কতটুকু ফাঁকা রাখবেন বা মার্জিন কতটুকু রাখবেন সেটি নির্ধারণ করাকে Margins বলে ।
- আপনি এখানে Header & Footer কত সাইজে রাখবেন সেটি নির্ধারণ করতে পারবেন ।
2. Orientation :
- যেকোনো পেজকে আড়াআড়ি বা লম্বালম্বি করে রাখার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে দুইটি অপশন রয়েছেন ।
- Protrait : যেকোনো Excel Sheet কে লম্বালম্বি করে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।
- Landscape : এটি Excel Sheet কে আড়াআড়ি করে রাখার জন্য করা হয় ।
3. Size :
- আপনার Excel Sheet -এ পেজের সাইজ কি রকম রাখতে চান সেটি নির্ধারণ করা । আপনার প্রিন্টারে কি রকম সাইজের পেজ প্রিন্ট করতে চান সেই হিসেবে আপনার পেজে সাইজ দিতে হবে যেমন : A4/Letter/Legal/B4/B5 আরো অনেক পেজ আছে যেটি আপনার প্রয়োজন সেটি সেট করে দিন ।
4. Print Area :
- আপনার ডকুমেন্ট থেকে যতটুকু প্রিন্ট করার প্রয়োজন ততটুকু প্রিন্ট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
- প্রথমে আপনার ডকুমেন্টে থেকে যতটুকু প্রয়োজন সিলেক্ট করুন তারপর Print Area ক্লিক করুন তারপর Set Print Area ক্লিক করুন । এখন Print Option ক্লিক করুন এখন আপনার সিলেক্টকৃত ডকুমেন্টটি প্রিন্ট হবে ।
- Clear Print Area ক্লিক করলে Set করা Print ডিলিট হয়ে যাবে ।
5. Breaks :
- Page Breaks এটির কাজ হলো পেজকে ভাঙ্গা বা পেজকে দুই ভাগ করা । আপনি নিজ থেকে যেকোনো একটি পেজকে দুই ভাগ করতে পারবেন Breaks ব্যবহার করে ।
- প্রথমে আপনি পেজকে যেখানে দুই ভাগ করবেন সেখানে মাউচ কারর্সার রাখুন । তারপর Insert Page Breaks Click করুন । এখন আপনার পেজ দুই ভাগ হয়ে যাবে ।
- Remove Page Breaks : আপনার পেজে যদি Insert Page Breaks দেওয়া থাকে তাহলে সেটি তোলার জন্য এটি ব্যবহার করা হয় ।
- Reset All Page Breaks : আবার আপনার পেজে যদি একাধিক পেজ Breaks দেওয়া থাকে তাহলে সবগুলো Page Breaks তোলার জন্য Reset All Page Breaks ক্লিক করতে হবে ।
6. Background :
- আপনার Excel Sheet -এ Background -এ যদি কোনো ইমেজ বা ছবি যুক্ত করতে চান তাহলে এই অপশনে ক্লিক করুন ।
- আপনি Background -এ ছবি দেখতে পারবেন কিন্তু প্রিন্ট করলে সেটি প্রিন্ট হবে না । এখানে শুধু দেখতে পারবেন ।
Header & Footer :
1. Custom Header & Custom Footer :
- আপনার পেজে হেডার ও ফুটার দেওয়ার জন্য Custom Header & Custom Footer সিলেক্ট করতে হবে ।এখানে যেকোনো একটিতে ক্লিক করলে উপরের এই রকম একটি পেজ ওপেন হবে ।
- আপনি এখান থেকে Page No/Number of Page/File Name/Date & Time/Picture ইত্যাদি সেট করতে পারবেন ।
- আবার ভিন্ন ভিন্ন হেডার ও ফুটার দেওয়ার জন্য এই অপশন গুলো ব্যবহার করতে হবে যেমন :
2. Different Odd and Even Page :
এটির কাজ হলো আপনার জোড় ও বিজোড় সংখ্যার পেজ গুলোর ভিন্ন হেডার ও ফুটার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Different first Page :
এটির কাজ হলো প্রথম পেজ ছাড়া পরবর্তী সকল পেজ গুলো হেডার ও ফুটার একই থাকবে ।
(গ). Scale to Fit Group
1. Scaling :
- আপনার পুরো একটি Excel Sheet কে ছোট বড় করে প্রিন্টের সাথে মানিয়ে নিতে এটি ব্যবহার করা হয় ।
- ধরুন আপনার একটি Excel Sheet -এ প্রস্থের মধ্যে অনেক গুলো ডাটা রয়েছে এখন সেই সব ডাটা গুলো এক পেজে নিয়ে আসার জন্য এই Scale টি ব্যবহার করা হয় ।
- Page Setup Setting -এ গিয়ে Page অপশনে ক্লিক করুন । Scaling -এ দুইটি অপশন পাবেন Adjust to & Fit to .
2. Adjust To :
- Adjust to তে আপনি নিজ থেকে Scaling সেট করতে পারবেন ।
3. Fit To :
- Fit to এটির মাধ্যমে আপনি অটোমেটিক Scaling দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Print :
- এটির মাধ্যমে আপনি সরাসরি প্রিন্ট অপশনে যেতে পারবেন ।
5. Print Preview :
এটির মাধ্যমে আপনি প্রিন্ট কিভাবে হচ্ছে সেটি দেখার জন্য এটি ব্যবহার হয় ।
6. Width :
- আপনার Excel Sheet টি প্রিন্ট করার জন্য প্রস্থের সাইজ কত রাখতে চান সেটি এখন থেকে নির্ধারণ করে দিতে পারবেন ।
7. Height :
- আপনার Excel Sheet টি প্রিন্ট করার জন্য উচ্চতা সাইজ কত রাখতে চান সেটি এখন থেকে নির্ধারণ করে দিতে পারবেন ।
(ঘ). Sheet Options Group
1. Gridlines :
- এখানে দুইটি অপশন রয়েছে View & Print এই দুইটি অপশনের কাজ হলো ।
- View :এটির কাজ হলো আপনার Excel Sheet -এ Row & Column এর ঘর গুলো আকাঁ দেখার জন্য ভিউ অপশনে ঠিক মার্ক দিতে হয় । আর আপনি যদি ঘরের আকাঁ গুলো দেখতে না চাইলে ভিউ থেকে ঠিক চিহ্ন তুলে ফেলুন ।
- Print : আপনার ডকুমেন্ট পেজে কতটুকু প্রিন্ট নিচ্ছে তা দেখান জন্য এটিতে ঠিক চিহ্ন দিন ।
2. Headings :
- এখানে আপনার দুইটি অপশন রয়েছে View & Print এই দুইটির কাজ ভিন্ন ।
- View : আপনার Excel Sheet -এ উপরে কলাম হেডিং এ A,B,C,D এবং রো এর বামপামে 1,2,3,4 এগুলো দেখার জন্য ভিউ অপশনে ঠিক চিহ্ন দিতে হয় ।
- Print : আপনি এগুলো প্রিন্ট হিসেবে আপনার ডকুমেন্টে নেওয়ার জন্য প্রিন্ট অপশনে ঠিক চিহ্ন ব্যবহার করুন ।
(ঙ). Arrange Group
1. Bring Forward :
- যেকোনো Shape/Picture কে সামনে আনার জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আপনি দুইটি বা একাধিক শেপ/ছবির একসাথে কাজ করতেছেন এখন নিচের একটি ছবি/শেপকে উপরে তুলতে চান তাহলে ঐ ছবিকে সিলেক্ট করে Bring Forward -এ ক্লিক করুন । এখন ছবিটি সবার উপরে চলে আসবে ।
2. Send Backward :
- এটি Bring Forward এর বিপরীতে কাজ করে । উপরের ছবি/শেপকে নিচে নামানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Selection Pane :
- যেকোনো শেপ/ছবি/অবজেক্টকে একটি সিড এর মধ্যে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
- আপনার ডকুমেন্টে যত ধরনের শেপ/ছবি/টেক্স বক্স ইত্যাদি সবগুলো সিরিয়াল ভাবে একটি সিডে দেখার জন্য এটি ব্যবহার করা হয় ।
- আবার আপনি চাইলে এখান থেকে যেকোনো শেপ/ছবিকে Hide করতে চাইলে এখান থেকে করতে পারবেন ।
4. Align :
- সিলেক্টকৃত যেকোনো শেপ বা ছবিকে ডানে/বামে/উপরে/নিচে সেট করার জন্য Align অপশনটি ব্যবহার করা হয় ।
5. Group :
- একাধিক শেপ বা ছবিকে একটি Group -এ নিয়ে আসার জন্য এটি ব্যবহার করা হয় । প্রথমে শেপগুলোকে সিলেক্ট করতে হবে তারপর group -এ ক্লিক করতে হবে । আবার এখানে Ungroup করতে চাইলে করা যাবে ।
6. Rotate :





0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!